ঢাকাWednesday , 27 August 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে সব বাস একক ব্যবস্থায়: জ্যাম ও প্রতারণা কমাতে বড় পদক্ষেপ!

Link Copied!

নতুন সিদ্ধান্তে রাজধানীর যানজট, ভাড়ায় প্রতারণা ও বিশৃঙ্খলা কমবে, যাত্রীদের জন্য আসছে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় বাসযাত্রা

📝 রাজধানীতে সব বাস একক ব্যবস্থায় চালুর সিদ্ধান্তে ঢাকার যানজট, ভাড়ায় প্রতারণা ও বিশৃঙ্খলা কমবে। যাত্রীদের জন্য আসছে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় বাসযাত্রা।

ডেস্ক রিপোর্ট : রাজধানীতে সব বাস একক ব্যবস্থার অধীনে চলার ঘোষণা এসেছে, যা ঢাকার গণপরিবহন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। রাজধানীতে সব বাস একক ব্যবস্থায় চলবে—এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে চলে আসা বাস রুটের বিশৃঙ্খলা, ভাড়ায় প্রতারণা ও তীব্র যানজটের সমস্যার সমাধান হতে যাচ্ছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ঢাকার বাস পরিবহন ব্যবস্থায় বর্তমানে কোনো কার্যকর নিয়ন্ত্রণ নেই। ফলে প্রতিদিন অসংখ্য যাত্রী নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। তরুণ ও শারীরিকভাবে সক্ষম যাত্রীরা কোনোরকমে বাসে উঠতে পারলেও নারী, শিশু ও বয়স্কদের জন্য এই যাতায়াত ভীষণ কষ্টকর হয়ে ওঠে।

কেন একক বাস ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হলো?

ঢাকার যানজটের অন্যতম বড় কারণ অকার্যকর রুট ও অনিয়ন্ত্রিত বাস চলাচল। প্রতিবছর প্রায় ৩৭ হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয় এবং ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হয় এই বিশৃঙ্খলার কারণে। নতুন ব্যবস্থায় নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে সব বাস কোম্পানিকে। এর ফলে বাস চলাচলে শৃঙ্খলা ফিরবে, ভাড়ায় প্রতারণা কমবে এবং যাত্রীরা আর লড়াই করে বাসে উঠতে বাধ্য হবেন না।

যাত্রীদের জন্য কী সুবিধা আসছে?

নিরাপদ যাত্রা: বাসে ওঠা-নামায় বিশৃঙ্খলা কমবে।

ভাড়ায় স্বচ্ছতা: প্রতারণামূলক বাড়তি ভাড়া নেওয়া যাবে না।

সময় বাঁচবে: নির্ধারিত রুটে দ্রুত বাস চলবে।

নারী, শিশু ও বয়স্কদের জন্য স্বাচ্ছন্দ্যময় যাত্রা।

প্রেস উইং আরও জানিয়েছে, এই পদক্ষেপের ফলে ঢাকার লাখ লাখ মানুষের জন্য বাসযাত্রা হবে সহজ, দ্রুত ও আরামদায়ক।

ভবিষ্যতে কী পরিবর্তন আশা করা যায়?

বিশেষজ্ঞদের মতে, রাজধানীতে একক বাস ব্যবস্থা চালু হলে গণপরিবহনে শৃঙ্খলা ফিরবে এবং মানুষ ব্যক্তিগত গাড়ির পরিবর্তে বাস ব্যবহার করতে উৎসাহিত হবে। এতে সড়কের চাপ কমবে এবং বায়ুদূষণও হ্রাস পাবে। তথ্যসূত্র

 

📰আরো পড়ুন:☞ চেহারায় বয়সের ছাপ? জেনে নিন ৩টি অ্যান্টি-এজিং টিপস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com