ঢাকাTuesday , 12 August 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

১ সেপ্টেম্বর থেকে ফ্রী টাইফয়েড টিকা: অনলাইনে এক ক্লিকে ৫ কোটি শিশুর সুরক্ষা নিশ্চিত!”

Link Copied!

📝 টিকা কার্ড প্রিন্ট করুন, স্কুলেই নিন নিরাপদ টিকা — পূর্ণ স্টেপ-বাই-স্টেপ রেজিস্ট্রেশন গাইড”

ডেস্ক রিপোর্ট: সরকার ঘোষণা করেছে—আগামী ১ সেপ্টেম্বর, বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে প্রায় ৫ কোটি শিশু-কিশোরকে! (৯ মাস–১৫ বছর [১৪ বছর ১১ মাস ২৯ দিন পর্যন্ত]) বিস্তারিত জানার জন্য এই অপরিহার্য অনলাইন রেজিস্ট্রেশন গাইড মিস করবেন না।

প্রথম ১০ দিন: স্কুলেই টিকা!

প্রাথমিক ধাপে, স্কুল শিক্ষার্থীরা প্রথম দশ দিনে স্কুলেই টিকা গ্রহণ করবে। তবে এর আগে অনলাইনে রেজিস্ট্রেশন করে প্রিন্ট করা ভ্যাকসিন কার্ড রাখা বাধ্যতামূলক। এই কার্ডই টিকা কেন্দ্রে প্রবেশের কীগুলির মতো কাজ করবে।

স্টেপ-বাই-স্টেপ রেজিস্ট্রেশন প্রসেস:

১. vaxepi.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।

২. জন্মতারিখ লিখুন (দিন-মাস-বছর), এবং ১৭-সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর (ইংরেজিতে) দিন। যদিও বর্তমান এখনও কিছু ক্ষেত্রে মা-বাবার মোবাইল নম্বর দিয়েও রেজিস্ট্রেশন সম্ভব বললেও অনেক ক্ষেত্রেই জন্ম নিবন্ধন বাধ্যতামূলক দেখানো হচ্ছে—এই বিভ্রান্তি উন্নত করা উচিত।

৩. “লিঙ্গ” ও একটি ক্যাপচা পূরণ করে পরবর্তী ধাপে যান।

৪. মোবাইল, ই-মেইল, পাসপোর্ট (ঐচ্ছিক), ঠিকানা সহ তথ্য পূরণ করলে, ওটিপি দিয়ে প্রথম ধাপ শেষ।

৫. পরবর্তী ধাপে “টাইফয়েড” অথবা “মেনিনজাইটিস” মধ্যে বেছে নিতে হবে।

৬. “স্কুলে পড়ছে” অপশনে গেলে, স্কুলের নাম, ঠিকানা, শ্রেণি, থানা, ওয়ার্ড ও জোন পূরণ করলে প্রস্তাবিক টিকাগ্রহণ কেন্দ্র দেখাবে।

৭. “স্কুল বাহিরের” ক্ষেত্রে নিকটস্থ টিকাকেন্দ্র নির্বাচন করে সাবমিট করলে, ভ্যাকসিন কার্ড পাওয়া যাবে—‘ডাউনলোড ও প্রিন্ট’ করে টিকাকেন্দ্রে নিয়ে যেতে হবে।

৮. টিকা নেওয়ার পর, অনলাইনে পাওয়া ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারবেন।

আপনার সন্তানের স্বাস্থ্যকে সুরক্ষিত করতে এই সহজ কিন্তু অত্যাবশ্যিক নির্দেশনামালা অনুসরণ করুন। প্রতিটি চমৎকার বাসার দরজায় স্বাস্থ্য পৌঁছে দিন—গুরুত্বপূর্ণ ভ্যাকসিন এইবার শুধু মাত্র এক ‘ক্লিক’-এর দূরত্বে। তথ্যসূত্র

📰আরো পড়ুন:☞ শাস্তির মুখে ২০০ পরীক্ষক, ১৫ হাজার এসএসসি শিক্ষার্থীর ফলে ভয়াবহ ভুল! জীবনের মোড়ে ধাক্কা মেধাবীদের

🌏 আমাদের খবর পড়ুন : www.motherland24.com

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com