ঢাকাFriday , 8 August 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার পদত্যাগের পর কলকাতায় গোপনে ‘পার্টি অফিস’ খুলেছে আওয়ামী লীগ। ভার্চুয়াল মাধ্যমে চলছে দল পরিচালনা, শীর্ষ নেতারা ভারতে।

Link Copied!

📝 বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর থেকে আওয়ামী লীগের একটি বড় অংশ ভারতের কলকাতা ও আশপাশে অবস্থান করছে। বিবিসি বাংলার একটি বিশেষ প্রতিবেদনে জানা গেছে, দলটির শীর্ষ ও মধ্যম পর্যায়ের বহু নেতা কলকাতা লাগোয়া একটি উপনগরীর বাণিজ্যিক কমপ্লেক্সে গোপনে ‘পার্টি অফিস’ খুলেছেন।

সূত্রমতে, ৫০০-৬০০ স্কয়ারফুটের এই অফিসের বাইরে আওয়ামী লীগের কোনো সাইনবোর্ড বা ছবি নেই। ভেতরেও বঙ্গবন্ধু শেখ মুজিব বা শেখ হাসিনার কোনো পোস্টার ঝোলানো হয়নি—যাতে সাধারণ মানুষের চোখে বিষয়টি না পড়ে। এই অফিসে ৩০-৩৫ জনের ছোট বৈঠক হয়, আর বড় বৈঠকের জন্য ভাড়া করা হয় রেস্টুরেন্ট বা ব্যাংকোয়েট হল।

২০২৪ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত কলকাতা ও আশপাশে অন্তত ৮০ জন সাবেক ও বর্তমান সংসদ সদস্য, জেলা সভাপতি-সম্পাদক, মেয়রসহ শীর্ষ পর্যায়ের ২০০-এর বেশি নেতা অবস্থান করছেন। কেউ সপরিবারে, আবার কেউ মিলে ভাড়া ফ্ল্যাটে থাকছেন। এমনকি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও পেশাজীবীরাও রয়েছেন তাদের সঙ্গে।

দলীয় নির্দেশনা ও সমন্বয় মূলত ভার্চুয়াল মাধ্যমে হচ্ছে—হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে মাঠ পর্যায়ের কর্মীদের নির্দেশ পাঠানো হচ্ছে। শেখ হাসিনা দিল্লির কাছাকাছি অবস্থান করলেও মাঝে মাঝে সরাসরি বৈঠকে দলের কৌশল নির্ধারণ করেন।

অর্থায়নের বিষয়ে জানা গেছে, দেশে-বিদেশে থাকা শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়রা অর্থ পাঠাচ্ছেন। নেতারা মধ্যবিত্ত বা উচ্চবিত্ত জীবনযাত্রা থেকে সরে এসে সাধারণভাবে দিন কাটাচ্ছেন—গণপরিবহন ব্যবহার, ফ্ল্যাট শেয়ার, মোটরসাইকেল বা বাসে যাতায়াত করছেন।

প্রাক্তন সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেন, “দেশে থাকলে হয়তো জেলে যেতে হতো বা প্রাণহানির শিকার হতে পারতাম। বিদেশে থাকায় অন্তত সংগঠন ধরে রাখা ও সরকারের ব্যর্থতা তুলে ধরার কাজ চালিয়ে যেতে পারছি।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ১৯৭১ সালের প্রবাসী সরকারের মতো না হলেও, বর্তমান পরিস্থিতি অনেকটা বিদেশ থেকে দল পরিচালনার উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। তবে কবে তারা দেশে ফিরবেন, তা নিয়ে কোনো সময়সীমা জানাননি ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা। তথ্যসূত্র

📰আরো পড়ুন:☞ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: মোবাইল ভিডিওর রহস্যে চাঞ্চল্যকর মোড়! পুলিশ যা জানালো

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com