ঢাকাMonday , 4 August 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নীরবতা ভেঙে নতুন পোস্ট দিলেন অপু বিশ্বাস, কী বার্তা দিলেন শাকিব-বুবলীর ঘনিষ্ঠতা নিয়ে?

Link Copied!

📝 ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আবারও এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। যুক্তরাষ্ট্র থেকে শাকিব খান ও শবনম বুবলীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নেটিজেনরা অপেক্ষায় ছিলেন অপু বিশ্বাসের প্রতিক্রিয়ার জন্য। তবে সরাসরি কিছু না বললেও, চতুরতার সঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন অপু।

গতকাল সোমবার (৪ আগস্ট) অপু বিশ্বাস তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি নতুন পোস্ট দেন। তবে এই পোস্টে ছিল না কোনো আবেগঘন প্রতিক্রিয়া কিংবা কাউন্টার বার্তা। বরং তিনি তুলে ধরেন নিজের নতুন ব্যবসায়িক উদ্যোগ—নতুন একটি সেলুনের উদ্বোধনের তথ্য। তার এই পোস্ট বুঝিয়ে দেয়, তিনি আর কোনো ব্যক্তিগত বিতর্কে জড়াতে চান না, বরং নিজের কাজ নিয়েই থাকতে চান।

সম্প্রতি বনানীতে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অপু। সেখানে সাংবাদিকরা তাকে শাকিব-বুবলী ইস্যুতে প্রশ্ন করলে, তিনি কৌশলে তা এড়িয়ে যান এবং বলেন, “আমার ১৫ জুনের ফেসবুক স্ট্যাটাসটাই সব বলে দেয়।”

অপুর এই নিরবতা ভাঙা পোস্ট ঘিরে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ তার বিজ্ঞাপন কৌশলকে প্রশংসা করেছেন, আবার অনেকে দিয়েছেন আবেগঘন বার্তা। মনিরা নামের এক নেটিজেন মন্তব্য করেন, “বিশ্বাস করেন, কালকে বুবলীর পোস্ট দেখে আমি কান্না করে ফেলছি, সবকিছু পেছনে ফেলে এগিয়ে যান।”

আরও এক অনুসারী তাবাসসুম লেখেন, “এই প্রথম আপনাকে বুদ্ধিমানের মতো কাজ করতে দেখলাম। আজীবন বুদ্ধিমান হয়ে থাকুন।”

এই ঘটনায় আবারও প্রমাণ হলো—অপু বিশ্বাস শুধুই একজন অভিনেত্রী নন, তিনি একজন সচেতন ও স্মার্ট নারী উদ্যোক্তাও। সোশ্যাল মিডিয়া যখন উত্তপ্ত, তখন ব্যক্তিগত প্রতিক্রিয়ার চেয়ে নিজের কাজ তুলে ধরাটাই যেন বুদ্ধিদীপ্ত পদক্ষেপ।🚦

🔎তথ্যসূত্র/source

 

📰আরো পড়ুন👇

অভিনয় ছেড়ে দিলে সাংবাদিকতা করবেন মোশাররফ করিম 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com