ঢাকাTuesday , 29 July 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ইউরোপে ফেসবুক-ইনস্টাগ্রামে আর নয় রাজনৈতিক বিজ্ঞাপন: মেটা’র ঘোষণা

Link Copied!

সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা জানিয়ে দিয়েছে, চলতি বছরের অক্টোবর থেকে ইউরোপের বাজারে তাদের মালিকানাধীন প্ল্যাটফর্মগুলো—ফেসবুক ও ইনস্টাগ্রামে—আর কোনো রাজনৈতিক, নির্বাচনী বা সামাজিক বিষয়ে বিজ্ঞাপন দেখা যাবে না।

গত ২৫ জুলাই মেটা এক বিবৃতিতে জানায়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আসন্ন রাজনৈতিক বিজ্ঞাপন সম্পর্কিত স্বচ্ছতা নীতিমালার (Transparency Rules) প্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই নীতিমালা অনুযায়ী, কোনো রাজনৈতিক বিজ্ঞাপনের পেছনে কে অর্থায়ন করছে, তা জনসমক্ষে প্রকাশ করা বাধ্যতামূলক হবে। সেই সঙ্গে বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা ব্যবহৃত হয়েছে কি না, তাও জানাতে হবে।

মেটা জানায়, এই নীতিমালা মানতে গেলে প্ল্যাটফর্মগুলোকে জটিল আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যা প্রতিষ্ঠানটির মতে, অপ্রয়োজনীয় জটিলতা এবং আইনি অনিশ্চয়তা সৃষ্টি করবে। তাই তারা ইউরোপে রাজনৈতিক বিজ্ঞাপন পুরোপুরি বন্ধ রাখার পথ বেছে নিচ্ছে।

ইইউ’র আসন্ন আইন মূলত নির্বাচনের সময় ভুয়া তথ্য ছড়ানো ও বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে প্রণীত হচ্ছে। আইন অনুযায়ী, রাজনৈতিক বিজ্ঞাপনকে স্বচ্ছ ও চিহ্নিতযোগ্য করতে হবে, যাতে সাধারণ ব্যবহারকারীরা সহজেই তা বোঝতে পারে।

মেটা বলেছে, তারা এসব কঠোর ও সীমাবদ্ধ নীতিমালা থেকে নিজেদের দূরে রাখতে চায় এবং এড়িয়ে চলতেই রাজনৈতিক বিজ্ঞাপন থেকে সরে দাঁড়াচ্ছে।◾

📰তথ্যসূত্র: মেটা, ইউরো নিউজ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com