দামি বাড়ির বাজার শুধু ইটপাথরের হিসাব নয়, একই সঙ্গে তা ধন, ক্ষমতা ও মর্যাদার বহিঃপ্রকাশ। গত এক দশকে বিশ্বের বিলাসবহুল শহরগুলোয় একের পর এক রেকর্ড গড়ে বিক্রি হয়েছে কোটি কোটি ডলারের প্রাসাদসম বাড়ি।
এসব বাড়ি কারা কিনেছেন। উত্তরটা বিস্তৃত—চীনা ধনকুবের, সৌদি যুবরাজ, রুশ ধনী, মার্কিন বিনিয়োগকারী, এমনকি পপ তারকা ও ক্রীড়াপ্রেমী উদ্যোক্তাও আছেন সেই তালিকায়। কেউ কেউ উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদ বিনিয়োগের মাধ্যম হিসেবে এই বাড়ি কিনেছেন, আবার কেউ করছেন ভৌগোলিক বৈচিত্র্য আনতে। খবর ম্যানশন গ্লোবালের
সবাই যে এক উদ্দেশ্যে এসব বাড়ি কিনছেন, তা নয়। কারও উদ্দেশ্য নিরাপদ বিনিয়োগ, কারও উদ্দেশ্য দ্বিতীয় বাসভবন কেনা, আবার কেউ খোঁজেন কর ফাঁকির সুযোগ বা গোপনীয়তার নিশ্চয়তা। বিষয়টি শুধু প্রাসাদের প্রতি মোহ নয়, বিশ্বজুড়ে সম্পদ ব্যবস্থাপনার আঙ্গিক যেভাবে বদলে গেছে, এটি তারও প্রতিফলন। সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে হংকংয়ের ডিপ ওয়াটার বে। ২০১৭ সালে বিক্রি হওয়া বাড়িটির মূল্য ৩২ কোটি ২০ লাখ ডলার। বর্তমান বাজারদরে এর দাম প্রায় ৪ হাজার কোটি টাকা।
নিচের তালিকায় দেখুন গত দশকে বিক্রি হওয়া সবচেয়ে দামি ১০টি বাড়ি।