ঢাকাSunday , 10 August 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জিরো রিটার্ন দাখিল দণ্ডনীয়, এনবিআরের কড়া নির্দেশনা

Link Copied!

📝 ভ্রান্ত প্রচারণায় বিভ্রান্ত হবেন না, শূন্য রিটার্নে শাস্তির বিধান স্পষ্ট করল জাতীয় রাজস্ব বোর্ড

এনবিআর জানিয়েছে, শূন্য রিটার্ন আইনত দণ্ডনীয় অপরাধ। ভ্রান্ত প্রচারণায় বিভ্রান্ত না হয়ে সঠিক ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মাদারল্যান্ড24 ডেস্ক রিপোর্ট: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া “জিরো রিটার্ন” বা শূন্য রিটার্ন দাখিলের প্রচারণাকে ভ্রান্ত ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে। রোববার (১০ আগস্ট) সংস্থাটি একটি নতুন নির্দেশনা জারি করে জানিয়েছে, আইন অনুসারে জিরো রিটার্ন বা শূন্য ট্যাক্স রিটার্ন দাখিল দণ্ডনীয় অপরাধ এবং এর জন্য করদাতাকে আইনগত শাস্তির মুখোমুখি হতে হতে পারে।

সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে এমন দাবি করা হচ্ছে যে, যাদের আয় নেই বা নির্ধারিত সীমার নিচে, তারা সহজে “জিরো রিটার্ন” জমা দিয়ে দায়মুক্ত হতে পারবেন। কিন্তু এনবিআর বলছে, এই ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আইনবিরোধী। আয়কর আইন অনুযায়ী, করদাতাকে সঠিক আয়, ব্যয় ও আর্থিক লেনদেনের তথ্য উল্লেখ করে ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে। ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য বা শূন্য আয় দেখিয়ে রিটার্ন দাখিল করলে তা করফাঁকির শামিল হবে।

এনবিআরের নির্দেশনায় আরও বলা হয়েছে, ট্যাক্স রিটার্নে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করায় জরিমানা, বিলম্ব সুদ, এমনকি কারাদণ্ড পর্যন্ত হতে পারে। তাই করদাতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দিয়ে রিটার্ন দাখিল করেন।

কর বিশেষজ্ঞরা বলছেন, “জিরো রিটার্ন” প্রচারণা মূলত কর ফাঁকি বা দায় এড়ানোর একটি ভুল পদ্ধতি, যা কর আইনে স্পষ্টভাবে নিষিদ্ধ। এতে করদাতার সুনাম নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে বড় অঙ্কের জরিমানার ঝুঁকি থাকে।

এনবিআর আরও জানায়, যারা আইন মেনে রিটার্ন দাখিল করেন, তারা বিভিন্ন কর-সুবিধা, ঋণ অনুমোদন, সরকারি টেন্ডার অংশগ্রহণসহ নানা ক্ষেত্রে সুবিধা পান। কিন্তু জিরো রিটার্নের মাধ্যমে এসব সুবিধা পাওয়া যায় না।

সুতরাং করদাতাদের উদ্দেশে এনবিআরের পরামর্শ— ভ্রান্ত প্রচারণায় বিভ্রান্ত না হয়ে সঠিক নিয়মে ট্যাক্স রিটার্ন দাখিল করুন এবং দেশের উন্নয়নে অংশ নিন। তথ্যসূত্র

 

📰আরো পড়ুন:☞ ২০২৫ সালের এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ সকাল ১০টায়, রোল নম্বর দিয়ে ফলাফল দেখে নিন অনলাইনে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com