ট্রাম্প পরিবারের প্রভাব, ইয়ট জালিয়াতি ও সৌদি ব্যবসায়ীর কোটি টাকার লেনদেন—সবকিছুর শুরু সেই বিয়ের প্রস্তাব থেকেই!
📝 ট্রাম্পের মেয়েকে বিয়ের প্রস্তাবের পর মাইকেল বুলোসের জীবনে ঘটে চাঞ্চল্যকর পরিবর্তন। ইয়ট জালিয়াতি ও সৌদি ব্যবসায়ীর কোটি টাকার লেনদেন নিয়ে উঠে এলো চমকপ্রদ তথ্য। পড়ুন সম্পূর্ণ কাহিনি।
আন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্পের মেয়েকে বিয়ের প্রস্তাব—এই একটি সিদ্ধান্ত বদলে দিয়েছিল মাইকেল বুলোসের জীবনের গতিপথ। একসময় সাধারণ একজন ব্যবসায়ী ছিলেন তিনি। কিন্তু ২০২১ সালে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে টিফানি ট্রাম্পকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর থেকেই তাঁর জীবন পাল্টে যায়। বিয়ের পরপরই শুরু হয় আর্থিক সুবিধা আদায়ের নানা ঘটনা, যেখানে উঠে এসেছে ইয়ট জালিয়াতি, প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহারের চাঞ্চল্যকর অভিযোগ।
ইয়ট জালিয়াতির নাটকীয় কাহিনি
মাইকেল বুলোস তাঁর চাচাতো ভাইয়ের ইয়ট ব্রোকারেজ কোম্পানিতে কাজ করতেন। সেই সূত্রে তিনি ট্রাম্প পরিবারের আরেক সদস্য জ্যারেড কুশনারকে একটি সুপারইয়টে বিনিয়োগের জন্য রাজি করান। কিন্তু বাস্তবে ইয়টটির দাম গোপন রেখে প্রায় ২৫ লাখ ডলার বাড়তি আদায় করা হয়। খুদে বার্তা ও আইনজীবীর নথি অনুযায়ী, বুলোস এবং তাঁর সহযোগীরা এই লেনদেন থেকে বিপুল অর্থ আয় করেন।
সৌদি ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আদায়
শুধু ইয়ট নয়, সৌদি আরবের এক ব্যবসায়ীকে টিফানি-বুলোসের বিয়েতে আমন্ত্রণের প্রলোভন দেখিয়ে প্রায় ১ লাখ ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগও ওঠে। তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ট্রাম্প পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ। কিন্তু শেষ পর্যন্ত সেই ব্যবসায়ী বিয়ের দাওয়াতও পাননি, সম্পত্তিও ফেরত পাননি।
ক্ষমতার কেন্দ্রের কাছে গিয়ে লাভবান হওয়ার প্রচেষ্টা
বিয়ের পর বুলোস পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠেন ট্রাম্প। মাইকেলের বাবা মাসাদ বুলোসকে ট্রাম্প নিজের নির্বাচনী প্রচারণার একজন মুখপাত্র বানান এবং পরে তিনি মধ্যপ্রাচ্য ও আফ্রিকাবিষয়ক উপদেষ্টা হন। এই সুযোগে বুলোস পরিবারের সহযোগীরাও প্রভাব খাটিয়ে ব্যবসায়িক লাভ তোলার চেষ্টা শুরু করেন।
অর্থ লেনদেনের গোপন বার্তা ফাঁস
এক খুদে বার্তায় দেখা গেছে, সৌদি ব্যবসায়ী আব্দুলেলাহ আল্লাম ২০২২ সালের ২২ জুন মাইকেল বুলোসের অ্যাকাউন্টে ১ লাখ ডলার পাঠিয়েছিলেন। দাবি করা হয়, এটি ছিল ঋণ, কিন্তু নেপথ্যে ছিল ট্রাম্প পরিবারের প্রভাব কাজে লাগানোর চেষ্টা।
প্রতারণার অভিযোগ অস্বীকার
বুলোস পরিবার ও তাঁদের মুখপাত্র জানিয়েছেন, এসব অভিযোগ ভিত্তিহীন। ইয়ট চুক্তিতে তিনি কেবল ফাইন্ডারস ফি পেয়েছিলেন, এবং সৌদি ব্যবসায়ীর অর্থ লেনদেনের সঙ্গে ট্রাম্প পরিবারের কোনো সম্পর্ক নেই।
ট্রাম্পের মেয়েকে বিয়ের প্রস্তাবের পর শুরু হয় নতুন অধ্যায়
সবকিছু শুরু সেই রোজ গার্ডেনের প্রস্তাব থেকে। টিফানি ট্রাম্প ও মাইকেল বুলোসের বিয়ের পরপরই শুরু হয় একের পর এক আর্থিক সুযোগ গ্রহণ, প্রভাব খাটানো ও আন্তর্জাতিক ব্যবসায়িক লেনদেনের নাটক। তথ্যসূত্র
📰আরো পড়ুন:☞ শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষিদ্ধ: আইন ভাঙলে তাৎক্ষণিক ব্যবস্থা – অন্তর্বর্তী সরকারের কঠোর হুঁশিয়ারি