ঢাকাSunday , 27 July 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী এ কে রাতুল উত্তরার একটি হাসপাতালে মা/রা গেছেন

Link Copied!

 

প্রয়াত চিত্রনায়ক জসীমের ছেলে, জনপ্রিয় ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল আর নেই। সোমবার (২৭ জুলাই) উত্তরার একটি জিমে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জিমে ব্যায়াম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাতুল। প্রথমে তাঁকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয় এবং পরে সেখান থেকে দ্রুত লুবানা হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসকেরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তাঁকে মৃত ঘোষণা করেন।

দুঃখজনক এই খবরটি নিশ্চিত করেছেন ‘ওন্ড’ ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম।

এ কে রাতুল দীর্ঘদিন ধরে ‘ওন্ড’ ব্যান্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সঙ্গীতজগতের একজন প্রতিভাবান শিল্পী হিসেবে তিনি শ্রোতাদের মাঝে সুনাম অর্জন করেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এ কে রাতুলের অকালপ্রয়াণে পরিবার, সহকর্মী ও অনুরাগীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার শান্তি কামনা করেছেন।◾

 

<<———-MOTHERLAND 24———->>

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com