ঢাকাWednesday , 13 August 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণখান বিএনপির দোয়া মাহফিল: কোকো’র জন্মদিনে আবেগঘন আয়োজন, নেতাকর্মীদের ঢল

Link Copied!

📝 দক্ষিণখান বিএনপির দোয়া মাহফিল ও খাবার বিতরণে আবেগঘন মুহূর্ত, কোকো’র জন্মদিন উপলক্ষে নেতাকর্মীদের মিলনমেলা। দেখুন বিস্তারিত আয়োজনের খবর।

মতিউর মুন্না-নিজস্ব প্রতিবেদন: দক্ষিণখান বিএনপির দোয়া মাহফিল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর উত্তরের দক্ষিণখান থানা বিএনপির উদ্যোগে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ হেলাল তালুকদার। এ সময় তিনি বলেন, “আমরা শুধু রাজনৈতিক সংগ্রামে নয়, মানবিক কাজেও একসাথে আছি। আজকের দোয়া মাহফিল আমাদের ঐক্যের প্রতীক।”

এই দোয়া মাহফিলের বিশেষ উপলক্ষ ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ছোট ভাই এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো’র ৫৬তম শুভ জন্মদিন। এ দিনটি উপলক্ষে কোকো’র আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় এবং গরীব-দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোঃ মোস্তফা জামান। তিনি বলেন, “কোকো ভাই ছিলেন অত্যন্ত বিনয়ী, পরোপকারী ও খেলাধুলার প্রতি অনুরাগী একজন মানুষ। আজকের এই আয়োজন তার স্মৃতিকে আরও উজ্জ্বল করে তুলবে।”

দক্ষিণখান বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা এই আয়োজনে অংশগ্রহণ করেন। কেউ আসেন ব্যস্ত সময় থেকে, কেউবা দীর্ঘপথ পাড়ি দিয়ে—সবাই একত্রিত হন একই উদ্দেশ্যে, কোকো’র স্মৃতিকে সম্মান জানানো ও দলীয় ঐক্যকে আরও মজবুত করা।

অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় যখন কোকো’র স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। উপস্থিত সবাই একমত হন যে, দলের এই ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

দক্ষিণখান বিএনপির দোয়া মাহফিল শুধু একটি ধর্মীয় আয়োজন নয়—এটি ছিল ঐক্য, ভালোবাসা এবং রাজনৈতিক সহমর্মিতার প্রতীক। স্থানীয় পর্যায়ের এই উদ্যোগ প্রমাণ করে যে, দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সমাজসেবায় বিএনপি এখনও অগ্রণী ভূমিকা পালন করছে।

👉দক্ষিণখান বিএনপির দোয়া মাহফিলের মূল দিকগুলো

কোকো’র জন্মদিন উপলক্ষে আয়োজন

উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতারা

গরীব-দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

আবেগঘন স্মৃতিচারণ ও মোনাজাত।

———–

📰আরো পড়ুন:☞ হিরো আলম: মৃত্যুর প্রান্তে, সন্তানদের এক অনুরোধেই ফিরে এলেন জীবন পথে!

🌏 আমাদের খবর পড়ুন : www.motherland24.com

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com