📰 রাজধানীর ফ্ল্যাট, হোটেল ও ছাত্রাবাসে লুকিয়ে থাকা নেতাকর্মীর তথ্য আইনশৃঙ্খলা রক্ষায় নাগরিকদের দ্রুত সহযোগিতা চাইল পুলিশ
- ◾ ডিএমপি আহ্বান নিষিদ্ধ আওয়ামী লীগ: রাজধানীর ফ্ল্যাট, হোটেল ও ছাত্রাবাসে লুকিয়ে থাকা নেতাকর্মীর তথ্য দিতে নাগরিকদের অনুরোধ জানিয়েছে পুলিশ।
📝 ডেস্ক রিপোর্ট : প্রারম্ভিক অনুচ্ছেদ (ফোকাস কীওয়ার্ড দিয়ে শুরু):
ডিএমপি আহ্বান নিষিদ্ধ আওয়ামী লীগ– রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর ফ্ল্যাট, হোটেল ও বিভিন্ন ছাত্রাবাসে যদি নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী লুকিয়ে থেকে অপতৎপরতা চালান, তবে আগাম তথ্য দিয়ে সহযোগিতা করতে নগরবাসীর প্রতি জরুরি আহ্বান জানিয়েছে পুলিশ।
রাজধানীজুড়ে ডিএমপির বিশেষ বার্তা
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এ আহ্বান জানান। তিনি স্পষ্ট করে বলেন, “আমরা যদি আগাম তথ্য পাই, তাহলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অপতৎপরতা কার্যকরভাবে মোকাবিলা করতে পারব এবং দ্রুত আইনের আওতায় আনতে পারব।”
আইনশৃঙ্খলা রক্ষায় নাগরিকদের সহায়তা অপরিহার্য
ডিএমপির মতে, সাধারণ নির্বাচনকে ঘিরে রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের কর্মীরা বিভিন্ন আবাসিক এলাকায় অপতৎপরতা চালাচ্ছে বলে পুলিশের ধারণা। নাগরিকদের কাছে তাই অনুরোধ—আপনার আশপাশে কোনো সন্দেহজনক কার্যক্রম দেখলেই দ্রুত নিকটস্থ থানায় অথবা ডিএমপির হটলাইনে জানাতে হবে।
ফ্যাসিবাদের পতনের পরও অপতৎপরতা
অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, “ফ্যাসিবাদের পতনের পরও তাদের অপতৎপরতা থেমে নেই। দেশ যখন স্বৈরাচারের থাবা থেকে স্থিতিশীল হয়ে সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখনও এই নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত।”
চলমান অভিযান ও আইনগত ব্যবস্থা
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি নিষিদ্ধ সংগঠনের হয়ে কাজ করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে।
নাগরিকদের করণীয়
ডিএমপি পরামর্শ দিয়েছে,
বাসা বা হোটেলে নতুন ভাড়াটিয়া নিলে জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য বৈধ কাগজপত্র যাচাই করুন।
সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করলে দ্রুত পুলিশ কন্ট্রোল রুম বা হটলাইনে তথ্য দিন।
নিজের পরিচয় গোপন রাখতে চাইলে নাম প্রকাশ ছাড়াই তথ্য দেওয়া যাবে।
নির্বাচনের আগে কঠোর নিরাপত্তা
সারা দেশ যখন সাধারণ নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক সেই সময় নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ডিএমপি রাজধানীর প্রতিটি থানায় সতর্কবার্তা পাঠিয়েছে। সাধারণ মানুষ যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য যেকোনো প্রকার নাশকতা বা উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে পুলিশ।
রাজধানীর প্রতিটি নাগরিকের প্রতি ডিএমপির আহ্বান—ফ্ল্যাট, হোটেল, ছাত্রাবাস কিংবা আবাসিক এলাকায় যদি নিষিদ্ধ আওয়ামী লীগ বা তাদের অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীর উপস্থিতি টের পান, তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। পুলিশের এই উদ্যোগের লক্ষ্য শুধু রাজনৈতিক স্থিতিশীলতা নয়, বরং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। তথ্যসূত্র
♻️ আরো পড়ুন:☞ ঢামেকে আইসিইউ দালাল চক্রের সংঘর্ষে আহত ৭ – ঢামেক আইসিইউ দালাল সংঘর্ষের ভয়াবহ সত্য

