MOTHERLAND 24= Website Logo
ঢাকাFriday , 24 October 2025
  1. MOTHERLAND 24 – ভিডিও সংবাদ
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আন্তর্জাতিক
  8. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  9. এনসিপি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গন অধিকার পরিষধ
  13. চট্টগ্রাম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

“আমার প্রিয় নায়কের বুকে আমি নিজেই ছুরি চালাই” — সালমান শাহের মৃত্যুর মর্গরুমের অজানা সত্য উন্মোচন

Link Copied!

📰 ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পরও ভক্তদের চোখে জল, আর সেই মর্গরুমের ডোম রমেশের স্মৃতি আজও কাঁপিয়ে দেয় পুরো জাতিকে।

◾সালমান শাহ হত্যা মামলা নতুন মোড় নিয়েছে। ময়নতদন্তকারী রমেশের স্মৃতিচারণে উঠে এল আবেগময় স্বীকারোক্তি—“আমার প্রিয় নায়কের বুকে আমি নিজেই ছুরি চালাই।” জানুন পুরো ঘটনা।

📝 বিনোদন ডেস্ক : ঢালিউডের ইতিহাসে অন্যতম বড় রহস্যের নাম চিত্রনায়ক সালমান শাহের মৃত্যু। মাত্র চার বছরের ক্যারিয়ারে কোটি মানুষের হৃদয় জিতে নেওয়া এই নায়ক ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর হঠাৎ মৃত্যুবরণ করেন। সেই মৃত্যুর ঘটনা নিয়ে শুরু হয় বিতর্ক, আর তার রেশ কাটেনি আজও। ২৯ বছর পর সেই রহস্য আবারও জেগে উঠেছে নতুন করে, আদালতের নির্দেশে শুরু হয়েছে হত্যা মামলা। আর ঠিক এই সময় প্রকাশ্যে এসেছে ময়নাতদন্তে জড়িত থাকা ডোম রমেশের হৃদয়বিদারক স্বীকারোক্তি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে হয়ে উঠেছে ভাইরাল।

রমেশ, যিনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম নেন সেকেন্দার, একটি সাক্ষাৎকারে বলেন—

“চিত্রনায়ক সালমান শাহ ছিলেন আমারও প্রিয় নায়ক। সেদিন যখন লাশ মর্গে আনা হলো, হাজারো মানুষ কাঁদছিল। কিন্তু আমি অফিসার ডিউটিতে ছিলাম, ফরেনসিক চিকিৎসকের নির্দেশে আমাকে লাশ কাটতে হয়। আমার প্রিয় নায়কের বুকে আমি নিজেই ছুরি চালাই। সেই মুহূর্তে আমার হাত কাঁপছিল।”

 

🔸জনতার ভালোবাসা বনাম নির্মম বাস্তবতা

সেদিন ছিল সরকারি ছুটি। তবুও হাজার হাজার মানুষ ঢামেক হাসপাতালে ছুটে আসে প্রিয় নায়কের শেষ দেখা পেতে। হাসপাতালের পুরোনো মর্গরুমে কান্নায় ভেঙে পড়ে জনতা। এমন দৃশ্য ঢাকাই সিনেমার ইতিহাসে আর কখনো দেখা যায়নি।

রমেশ জানান, “হাসপাতালের নিয়ম অনুযায়ী লাশ পরিষ্কার করা, ময়নাতদন্তে সহায়তা ও পরীক্ষার পর সেলাই করা ছিল আমাদের কাজ। কিন্তু সে দিন যখন সালমান শাহর বুকে ছুরি চালাতে হল, মনে হচ্ছিল আমি যেন নিজের ভাইকে কেটে ফেলছি।”

🔸হত্যা মামলা: ২৯ বছর পর নতুন মোড়

প্রথমে তাকে আত্মহত্যা বলা হলেও তার মা নীলা চৌধুরী বরাবরই দাবি করে আসছেন এটি পরিকল্পিত হত্যা। নানা তদন্ত সংস্থা এ পর্যন্ত আত্মহত্যার রিপোর্ট দিলেও ২০২৫ সালের ২০ অক্টোবর আদালত রমনা থানাকে নির্দেশ দেন সালমান শাহর মৃত্যুকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত করতে।

🔸এই মামলায় আসামি করা হয়েছে মোট ১১ জনকে, যার মধ্যে রয়েছেন—

সাবেক স্ত্রী সামিরা হক

সামিরার মা লতিফা হক লুসি

ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই

খলনায়ক ডনসহ আরও অনেকে

 

🔸কেন নতুন করে শুরু হলো তদন্ত?

পিবিআই-এর ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনেও আত্মহত্যার কথা বলা হলেও এর বিরুদ্ধে নারাজি আবেদন করে সালমানের পরিবার। আদালত সেই আবেদন মঞ্জুর করে নতুন তদন্তের পথ সুগম করেন।

 

🔸রমেশের কান্নাভেজা স্মৃতি আজও জাতিকে প্রশ্নবিদ্ধ করে

৩৫ বছরের চাকরি শেষে অবসর জীবনে থাকা রমেশ বলেন, “হাজারো লাশ কেটেছি। কিন্তু সালমান শাহর লাশের স্পর্শ ভুলতে পারিনি। মনে হয়েছিল, এই মৃত্যু স্বাভাবিক নয়। পুরো শরীর বরফের মতো ঠান্ডা হলেও তার মুখে ছিল রাজকীয় শান্ত ভাব।”

তিনি আরও বলেন—

“যে ছেলেটাকে সিনেমার পর্দায় দেখে মানুষ বাঁচতে শিখেছে, তাকে আমি মৃত অবস্থায় কাটছি—এটা মেনে নেওয়া যায় না। আজও চোখ বন্ধ করলে সেই দৃশ্য দেখি।”

 

“আমার প্রিয় নায়কের বুকে আমি নিজেই ছুরি চালাই”—এই বাক্য শুধু একজন ডোমের ব্যক্তিগত স্মৃতি নয়; এটি পুরো জাতির হৃদয়ে রক্তক্ষরণ ঘটানো একটি ইতিহাস। সালমান শাহ হত্যা মামলা নতুন তদন্তের মাধ্যমে আবার আলোচনায় এসেছে, আর ভক্তরা অপেক্ষা করছে—ন্যায়বিচারের আলো কবে জ্বলবে।

 

🔸প্রশ্ন এখনো একই: সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন, নাকি তিনি খুন হয়েছেন?

জনমনে বিশ্বাস, এ মৃত্যু ছিল একটি শক্তিশালী চক্রের ষড়যন্ত্র। আদালতের নতুন তদন্ত হয়তো সেই অন্ধকার রহস্যের পর্দা তুলবে।

 

🔸 জনগণের দাবি:

“আমরা বিচার চাই। সালমান শাহ শুধু একজন নায়ক নন, তিনি বাংলাদেশের আবেগ।”

ভক্তদের বিশ্বাস—২৯ বছরের অপেক্ষার পর এবার সত্য প্রকাশিত হোক। তথ্যসূত্র

 

♻️ আরো পড়ুন:☞ সালমান শাহ হত্যা মামলায় যে ১১ জনের নাম : আসামিদের ফোন ট্র্যাকিং শুরু: ২৯ বছর পর রোমহর্ষক মোড়, গ্রেপ্তারের কাউন্টডাউন!

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।