লিভার ক্যানসার ও কিডনি জটিলতায় ভুগছেন তৌহিদ আফ্রিদি – আদালতে চাঞ্চল্য, জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ
📝 তৌহিদ আফ্রিদি ক্যানসারে আক্রান্ত ও কিডনি জটিলতায় ভুগছেন বলে আদালতে জানান তার আইনজীবী। জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ডেস্ক রিপোর্ট : কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ক্যানসারে আক্রান্ত বলে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন তার আইনজীবী খায়রুল ইসলাম। সোমবার (২৫ আগস্ট) ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি জানান, আফ্রিদি বর্তমানে লিভার ক্যানসার ও কিডনি জটিলতায় ভুগছেন। এ অবস্থায় অতিরিক্ত হাঁটাচলায় প্রস্রাবে রক্ত আসছে এবং তার চিকিৎসা চলমান।
জামিন আবেদন নামঞ্জুর, রিমান্ডে তৌহিদ আফ্রিদি
শুনানিতে আইনজীবী মানবিক বিবেচনায় জামিনের আবেদন করেন। তিনি আদালতে উল্লেখ করেন, গত বছরের ১১ নভেম্বর বাদী নিজেই এভিডেভিড দিয়ে বলেছিলেন, তথ্যগত ভুলে আফ্রিদির নাম মামলায় যুক্ত হয়েছে। এছাড়া, তার স্ত্রী বর্তমানে গর্ভবতী। তবে বাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষ এজাহারভুক্ত আসামির সাত দিনের রিমান্ডের দাবি তোলে। আদালত শেষ পর্যন্ত জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কোর্টে হট্টগোল ও আবেগঘন দৃশ্য
শুনানি চলাকালে আদালত কক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কাঠগড়ায় দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনানি শুনছিলেন আফ্রিদি। হাজতখানায় নেওয়ার পথে তাকে পেটে হাত দিয়ে খুড়িয়ে হাঁটতে দেখা যায়। ভিড়ের মধ্যে তার জুতা হারিয়ে যায়। এ ঘটনা আদালত প্রাঙ্গণে আলোড়ন সৃষ্টি করে।
হত্যাকাণ্ডের মামলার পটভূমি
গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে গুলিতে নিহত হন মো. আসাদুল হক বাবু। নিহতের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। তৌহিদ আফ্রিদি এই মামলায় ১১ নম্বর এবং তার বাবা নাসির উদ্দিন সাথী ২২ নম্বর আসামি।
পরিবার ও স্বাস্থ্য পরিস্থিতি
তৌহিদ আফ্রিদির আইনজীবী জানান, তার ক্যানসার ও কিডনি সমস্যা দীর্ঘদিনের। বর্তমানে চিকিৎসার জন্য বিশেষ যত্ন প্রয়োজন। আদালতে তার আনা-নেওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স সুবিধা চাওয়া হয়েছে। এর আগে, ১৭ আগস্ট তার বাবা নাসির উদ্দিন সাথীকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয় এবং পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়। তথ্যসূত্র
📰আরো পড়ুন:☞ তৌহিদ আফ্রিদি গ্রেফতার নিয়ে প্রত্যয় হিরনের বিস্ফোরক প্রতিক্রিয়া!