ঢাকাSunday , 24 August 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কাঠগড়ায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বিরক্ত আনিস-মেনন – আদালতে নাসির সাথীর আবেগঘন মুহূর্ত

Link Copied!

আদালতে দীর্ঘ সময় অপেক্ষা নিয়ে সাবেক দুই মন্ত্রীর ক্ষোভ, আবেগঘন মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন মাইটিভির চেয়ারম্যান

📝 ঢাকার আদালতে কাঠগড়ায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বিরক্ত আনিস-মেনন। নাসির সাথীর জামিন নাকচ, স্ত্রী-কন্যার সঙ্গে আবেগঘন মুহূর্ত। পুরো ঘটনা জানুন।

ডেস্ক রিপোর্ট : ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে কাঠগড়ায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বিরক্ত আনিস-মেনন – এই দৃশ্য ছিলো এক আবেগঘন ও নাটকীয় মুহূর্তের সাক্ষী। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বিমানমন্ত্রী রাশেদ খান মেনন এবং মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে পৃথক হত্যা মামলায় আদালতে হাজির করা হয় শনিবার বিকেলে। তবে শুনানি শুরুর আগে ও পরে তাদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আনিসুল ও মেনন।

কাঠগড়ায় উত্তেজনা: আনিসুল ও মেননের ক্ষোভ, সাথীর আবেগ

বিকাল ৩টা ৪২ মিনিটে প্রিজন ভ্যানে করে তিনজনকে আদালতে আনা হয়। কঠোর নিরাপত্তার অংশ হিসেবে তাদের পেছন থেকে হাতকড়া, মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরানো হয়। ৩টা ৫০ মিনিটে কাঠগড়ায় তোলা হয় তিন আসামিকে। প্রথমেই শুরু হয় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর শুনানি। এ সময় তার স্ত্রী আসফিয়া ও কন্যা এসে দেখা করেন। কাঁদতে কাঁদতে মেয়েকে জড়িয়ে ধরেন সাথী, স্ত্রী তার চোখের জল মুছে দেন। এই দৃশ্য উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।

দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বিরক্ত আনিস-মেনন: পুলিশের প্রতি ক্ষোভ

শুনানি দীর্ঘায়িত হওয়ায় আনিসুল হক ও রাশেদ খান মেনন ক্ষোভ প্রকাশ করেন। তারা পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, “এভাবে এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। আমাদের কারাগারে পাঠিয়ে দিন।” এমনকি আনিসুল হক কোমরে হাত দিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়াতে বাধ্য হন।

নাসির সাথীর জামিন নামঞ্জুর, আবেগঘন বিদায়

সাথীর আইনজীবী তার জামিনের আবেদন জানালেও রাষ্ট্রপক্ষের বিরোধিতার পর তা নাকচ করা হয়। এ সময় তিনি তার স্ত্রী ও সন্তানকে বলেন, “আমার ছেলের দিকে খেয়াল রেখ। তোমরাও আমার সন্তানের মতো।” এই বক্তব্য শুনে উপস্থিত অনেকেই কেঁদে ফেলেন।

আনিসুল ও মেননের বিরুদ্ধে মেহেদী হাসান হত্যা মামলায় অভিযোগ রয়েছে যে, ২০২৪ সালের ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউনে’ আন্দোলনের সময় গুলিতে নিহত হন মেহেদী। অন্যদিকে সাথীর বিরুদ্ধে অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে আন্দোলনের সময় আসাদুল হক বাবুকে গুলি করে হত্যা করা হয়। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়।

কাঠগড়ায় অস্বস্তিকর অপেক্ষা:

বিচার প্রক্রিয়া শেষ না হওয়ায় আনিসুল ও মেননকে প্রায় আধা ঘণ্টা কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হয়। তারা বারবার পুলিশের কাছে অনুরোধ করেন দ্রুত কারাগারে পাঠানোর জন্য। এই আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে।

ঢাকার আদালতে এই ঘটনা শুধুমাত্র আইনগত নয়, মানবিক আবেগ, ক্ষমতার উত্থান-পতন এবং বিচার ব্যবস্থার বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছে। কাঠগড়ায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বিরক্ত আনিস-মেনন – এই মুহূর্ত রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে। তথ্যসূত্র

 

📰আরো পড়ুন:☞ চুয়াডাঙ্গায় মায়ের মৃত্যুর ১৫ মিনিট পর ছেলের হৃদয়বিদারক মৃত্যু – পরিবারে নেমে এলো শোকের ছায়া

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com