ঢাকাFriday , 22 August 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা আজ জন্ম দিন: ৪০ বছরে সাফল্য, ভালোবাসা ও অনুপ্রেরণার গল্প

Link Copied!

অভিনয়, গান, নাচ, লেখা ও পরিচালনায় এক অদম্য প্রতিভা – রুমানা রশিদ ঈশিতার ৪০তম জন্মদিনে বিশেষ প্রতিবেদন।

📝 শুভ জন্মদিন রুমানা রশিদ ঈশিতা! ৪০ বছরে পদার্পণ করলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী, গায়িকা ও লেখিকা ঈশিতা। জানুন তাঁর অভিনয়, গান ও ব্যক্তিগত জীবনের অজানা গল্প।

মতিউর মুন্নাবিশেষ প্রতিবেদন : শুভ জন্মদিন রুমানা রশিদ ঈশিতা! দেশের জনপ্রিয় অভিনেত্রী, মডেল, গায়িকা, নৃত্যশিল্পী ও লেখিকা আজ ২২ আগস্ট ২০২5 তাঁর ৪০তম জন্মদিন উদযাপন করছেন। ১৯৮৫ সালের ২২ আগস্ট জন্মগ্রহণ করা এই তারকা শৈশব থেকেই শিল্পচর্চায় যুক্ত। মাত্র এক বছর বয়সে নতুন কুঁড়ি অনুষ্ঠানের মাধ্যমে অভিনয়ে প্রথম পদার্পণ এবং শিশু শিল্পী হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন। ছোটবেলায় ‘ফালানি’ চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় আজও দর্শকের মনে অম্লান।

রুমানা রশিদ ঈশিতা: শৈশব থেকে সাফল্যের পথচলা

১৯৮৬ সালে শুরু হওয়া এই যাত্রা ধীরে ধীরে রূপ নেয় পরিপূর্ণ অভিনয় জীবনে। ইমদাদুল হক মিলনের রচনা ও ফখরুল আবেদীনের পরিচালনায় দুজনে নাটকে আফজাল হোসেন ও শান্ত ইসলামের মেয়ের চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। এরপর শহীদুল হক খানের তিথি নাটকের মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন।

জনপ্রিয় নাটক ও পরিচালনায় সাফল্য

রুমানা রশিদ ঈশিতা একে একে অভিনয় করেছেন অসংখ্য জনপ্রিয় নাটকে, যার মধ্যে রয়েছে:

আপনাঘর, চক্রবলয়, দেখা, সাদাপাতায় কালো দাগ, দুজনে, তিথি, থাকা না থাকার মাঝখানে, কাগজের গল্প

এছাড়া আমাদের গল্প নামের টেলিফিল্মটিও দর্শকের মনে দাগ কেটেছে। শুধু অভিনয় নয়, পরিচালনাতেও তিনি দক্ষ। তাঁর পরিচালিত প্রথম নাটক এক নিঝুম অরণ্যে দর্শকপ্রিয়তা পেয়েছিল।

বহুমুখী প্রতিভা: গান, লেখা ও রিয়েলিটি শো

শুধু অভিনয় নয়, গানে তাঁর সমান দখল। প্রকাশ করেছেন ৭টি গানের অ্যালবাম। লেখালেখিতেও পিছিয়ে নেই, তাঁর প্রকাশিত বই স্বপ্ন ও স্বপ্নীল এবং নীরবে পাঠকের কাছে প্রশংসিত। পাশাপাশি তিনি চ্যানেল আইয়ের জনপ্রিয় তিনটি রিয়েলিটি শো— টপ মডেল, ক্ষুদে গানরাজ, এবং সেরা নাচিয়ে-এর পরিকল্পনা পরিচালনায় যুক্ত ছিলেন।

ব্যক্তিগত জীবনে রুমানা রশিদ ঈশিতা প্রকৌশলী আরিফ দৌলাকে বিয়ে করেছেন। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের সঙ্গে সুখী দাম্পত্যের পাশাপাশি তিনি এখনো সমান তালে শিল্পচর্চা করে যাচ্ছেন।

৪০ বছরে রুমানা রশিদ ঈশিতা: দর্শকের হৃদয়ে অমলিন

একজন শিশু শিল্পী থেকে শুরু করে আজকের পূর্ণাঙ্গ শিল্পী— এই যাত্রা সহজ ছিল না। অভিনয়, গান, নাচ, লেখা ও পরিচালনায় অবদান রেখে তিনি কোটি দর্শকের ভালোবাসা অর্জন করেছেন। আজ তাঁর জন্মদিনে ভক্তরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভরিয়ে তুলছেন।

শুভ জন্মদিন রুমানা রশিদ ঈশিতা! ৪০ বছরের সাফল্যগাঁথা হোক আরও উজ্জ্বল। আমরা প্রত্যাশা করি, আগামী দিনগুলোতেও তাঁর সৃজনশীলতা ও শিল্পচর্চা বাংলাদেশের বিনোদন অঙ্গনকে সমৃদ্ধ করবে।

📰আরো পড়ুন:☞ ফেব্রুয়ারিতে নির্বাচন: ইউনূসের চূড়ান্ত ঘোষণা – নতুন সরকারের কোনো পদে থাকছেন না!

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com