ঢাকাThursday , 21 August 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাবেক হিট অফিসার “বুশরা”র স্বামীর সিসা লাউঞ্জ অভিযান: চাঞ্চল্যকর পুলিশি তৎপরতা!

Link Copied!

ঢাকার গুলশানে সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিনের স্বামীর মালিকানাধীন সিসা লাউঞ্জে রাতের অভিযান, বিপুল মাদক, সিসা ও নগদ অর্থ জব্দ – ১৭ জনের বিরুদ্ধে মামলা।

📝 সিসা লাউঞ্জ অভিযান নিয়ে গুলশানে সাবেক মেয়রের জামাইয়ের মালিকানাধীন লাউঞ্জ থেকে বিপুল সিসা, মাদক ও নগদ অর্থ জব্দ করেছে পুলিশ। বিস্তারিত পড়ুন এই চাঞ্চল্যকর ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন।

ডেস্ক রিপোর্ট : ঢাকার গুলশানে সিসা লাউঞ্জ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিসা, হুক্কা, বিভিন্ন ব্র্যান্ডের মাদকদ্রব্য ও নগদ অর্থ জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ‘দ্য কোর্টইয়ার্ড বাজার’ সিসা লাউঞ্জে এ অভিযান চালায় গুলশান থানা পুলিশ। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।

এই সিসা লাউঞ্জটির মালিক সাবেক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের মেয়ে ‘হিট অফিসার’খ্যাত বুশরা আফরিনের স্বামী জাওয়াদ। গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, অভিযানে প্রায় চার কেজি সিসা, একাধিক হুক্কা-বার সেটআপ, বিভিন্ন মাদক এবং নগদ টাকা উদ্ধার হয়েছে।

ওসি আরও জানান, জায়গাটি মূলত ক্যাটারিং ব্যবসার জন্য ভাড়া নেয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে অনুমোদন ছাড়া রেস্টুরেন্ট ও সিসা বার হিসেবে চালু করা হয়। অভিযানে গুরুত্বপূর্ণ নথিপত্রও জব্দ করা হয়েছে।

এই ঘটনায় বুশরার স্বামী জাওয়াদ, লাউঞ্জ পরিচালক আফরোজা বিনতে এনায়েতসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ নিশ্চিত করেছে, তাদের অধিকাংশই সিসা লাউঞ্জটির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।

স্থানীয়রা জানান, এই ধরনের অবৈধ সিসা লাউঞ্জ তরুণ সমাজকে বিপথগামী করছে এবং রাজধানীতে মাদক বিস্তারের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পুলিশের এই সিসা লাউঞ্জ অভিযানকে স্বাগত জানিয়েছে সাধারণ জনগণ। তারা আশা করছে, এই অভিযানের মাধ্যমে ঢাকার অবৈধ সিসা লাউঞ্জগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তথ্যসূত্র

 

📰আরো পড়ুন:☞ ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষ: আহত ৬ শিক্ষার্থী, উত্তেজনায় রাজধানী, কী ঘটেছিল?”

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com