বগুড়ায় সংবাদ সম্মেলনে কাঁদলেন হিরো আলম, তালাক নিয়ে সব গুজব উড়িয়ে দিলেন তিনি
📝 তালাকের কাগজ ভুয়া দাবি করে হিরো আলম জানালেন—রিয়ামনি এখনও তার স্ত্রী। বগুড়ায় সংবাদ সম্মেলনে বিস্ফোরক সব বক্তব্য রাখেন এই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর।
ডেস্ক রিপোর্ট: তালাকের কাগজ ভুয়া, রিয়ামনি এখনও আমার স্ত্রী—এভাবেই নিজেকে ঘিরে ছড়িয়ে পড়া সব জল্পনা-কল্পনার জবাব দিলেন দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি সবার কাছে হিরো আলম নামেই পরিচিত।
গত কয়েক সপ্তাহ ধরেই হিরো আলম ও তার স্ত্রী রিয়ামনিকে ঘিরে দাম্পত্য সংকট প্রকাশ্যে চলে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার মাঝে শুক্রবার রাতে বগুড়ার নিজ বাসায় সংবাদ সম্মেলন ডেকে খোলাখুলি কথা বলেন তিনি।
“তালাকের কাগজে সিল-স্বাক্ষর নাই”
সংবাদ সম্মেলনে হিরো আলম স্পষ্ট ভাষায় জানান, রিয়ামনির সঙ্গে তার তালাক হয়নি। তার দাবি অনুযায়ী, “ডিভোর্স পেপারে কোনো সিল-স্বাক্ষর নাই, কাজির নাম নাই। এগুলো ম্যাক্স অভি বানিয়ে রিয়াকে দিয়েছে।”
এর মাধ্যমে তিনি দাবি করেন, তালাকের কাগজ সম্পূর্ণ ভুয়া এবং আইনগতভাবে অবৈধ। তাই রিয়ামনি এখনও তার বৈধ স্ত্রী।
রিয়ামনির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন
হিরো আলম বলেন, কয়েক সপ্তাহ ধরেই রিয়ামনির সঙ্গে সম্পর্কের অবনতি শুরু হয়। ম্যাক্স অভির সঙ্গে ঘনিষ্ঠতা নিয়েই মূলত দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। আলমের দাবি, অনৈতিক সম্পর্কে জড়িয়ে হোটেলে ধরা পড়ার পর নিজের মান বাঁচাতে রিয়ামনি তালাকের অজুহাত দেন।
ভুয়া হার্ট অ্যাটাক ও “মৃত” ঘোষণা
এর আগে দাম্পত্য ভাঙনের জেরে হিরো আলম সামাজিক মাধ্যমে নিজেকে “মৃত” ঘোষণা করেছিলেন। এমনকি ১৩ আগস্ট নিজের জানাজা পড়ানোর ঘোষণাও দেন তিনি। তবে সন্তানদের অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। এর মধ্যেই ছড়িয়ে পড়ে তার হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর, যা পরে সম্পূর্ণ ভুয়া বলে প্রমাণিত হয়।
নতুন সম্পর্কের অভিযোগ অস্বীকার
প্রেস মিটে উঠে আসে আরেকটি প্রশ্ন—ইতি ও মিথিলা নামের নারীদের সঙ্গে সম্পর্ক। এ বিষয়ে হিরো আলম বলেন, “মিথিলা কোর্টে মামলা করেছে, আমি লড়াই চালিয়ে যাবো। ও ভাইরাল হতে চায়, তারপর একটা বিউটি পার্লার খুলতে চায়। বিয়ের কাগজ আজও দেখাতে পারেনি।”
তিনি দৃঢ়ভাবে জানান, “মিথিলা, ইতি—এরা কেউই আমার জীবনে জায়গা পায়নি, আর কোনোদিনও পাবে না।”
শেষ কথা: “রিয়ামনি এখনও আমার স্ত্রী”
সবশেষে হিরো আলম জোর দিয়ে বলেন, “রিয়ামনি এখনও আমার বউ, আর তালাকের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।”
তার এই সংবাদ সম্মেলনের পর সামাজিক মাধ্যমে আবারো শুরু হয়েছে উত্তাল আলোচনা। নেটিজেনরা প্রশ্ন তুলছেন—হিরো আলমের এই পারিবারিক নাটকের আসল সত্যি কী? তবে তিনি যে সহজে ভেঙে পড়ছেন না, সেটি স্পষ্ট বোঝা যাচ্ছে। তথ্যসূত্র
📰আরো পড়ুন:☞ রাজশাহীতে স্বামী-স্ত্রী ও সন্তানদের লাশ উদ্ধার: হৃদয়বিদারক চিরকুটে অভাবের করুণ কাহিনি
🌏 আমাদের খবর পড়ুন : www.motherland24.com