ঢাকাWednesday , 13 August 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

১৯ বছর পর বিটিভির পর্দায় ফিরছে নতুন কুঁড়ি – নস্টালজিয়ার জোয়ারে দর্শকরা

Link Copied!

দীর্ঘ বিরতির পর শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ আবারও ফিরছে বিটিভির পর্দায়, দর্শকদের মনে জাগাচ্ছে শৈশবের স্মৃতি।

📝 ১৯ বছর পর বিটিভির পর্দায় ফিরছে নতুন কুঁড়ি। শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় এই অনুষ্ঠান ফেরার খবরে দেশজুড়ে নস্টালজিয়া ও উচ্ছ্বাস।

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ১৯ বছর পর বিটিভির পর্দায় ফিরছে নতুন কুঁড়ি—শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের সেই চিরচেনা মঞ্চ, যা একসময় দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিত আনন্দ, অনুপ্রেরণা আর নতুন মুখের সম্ভাবনা। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) মঙ্গলবার (১২ আগস্ট) রাতে নিজেদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পেজে এ ঘোষণা দেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে স্মৃতিচারণের ঢল।

১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় বিটিভিতে যাত্রা শুরু করে নতুন কুঁড়ি। গান, নাচ, অভিনয়, আবৃত্তি ও অন্যান্য শিল্পকলায় প্রতিভাবান শিশু-কিশোরদের তুলে ধরাই ছিল এর মূল উদ্দেশ্য। স্বাধীনতার আগে, ১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে প্রথম প্রচারিত হয়েছিল এই অনুষ্ঠান। স্বাধীনতার পর নতুন করে চালু হয়ে এটি পরিণত হয় বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশে।

এই মঞ্চ থেকে উঠে এসেছে অসংখ্য তারকা—তারানা হালিম, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশা, জাকিয়া বারী মম, সামিনা চৌধুরী, হেমন্তী রক্ষিত দাস, মহবুবা মাহনুর চাঁদনীসহ আরও অনেকে। চলচ্চিত্র, নাটক, সংগীতসহ বিনোদন জগতে তারা রেখেছেন সফলতার স্বাক্ষর।

২০০৬ সাল পর্যন্ত অনুষ্ঠানটি নিয়মিত সম্প্রচারিত হলেও আর্থিক সংকট, বেসরকারি চ্যানেলের উত্থান ও গণমাধ্যমে পরিবর্তনের কারণে বন্ধ হয়ে যায়। ২০১০-এর দশকে ফের চালুর আলোচনা হলেও বাস্তবায়ন হয়নি। ২০২০ সালে পরিকল্পনা থাকলেও কভিড-১৯ মহামারিতে তা স্থগিত হয়।

এবার বিটিভির ঘোষণার পর দর্শকদের মধ্যে নতুন প্রত্যাশা জন্ম নিয়েছে। যদিও এখনো অডিশন তারিখ, সম্প্রচার সূচি ও ফরম্যাট নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবুও অনেকে বিশ্বাস করছেন—এই নতুন কুঁড়ি আবারও দেশের নানা প্রান্ত থেকে প্রতিভা খুঁজে এনে সাংস্কৃতিক মঞ্চকে সমৃদ্ধ করবে।

দর্শকদের ভাষায়, “নতুন কুঁড়ি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের শৈশবের অংশ, পরিবারের সবার একসঙ্গে বসে দেখার আনন্দ।” তথ্যসূত্র

📰আরো পড়ুন:☞ একাত্তর অস্বীকারকারীদের সঙ্গে সম্পর্ক রাখবেন না জাহের আলভী – সাহসী ঘোষণা কাঁপালো সোশ্যাল মিডিয়া

🌏 আমাদের খবর পড়ুন : www.motherland24.com

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com