ঢাকাWednesday , 13 August 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

টিন সার্টিফিকেট বাতিল: বিনামূল্যে প্রক্রিয়া, শর্ত ও আবেদন পদ্ধতি জানুন এখনই!

Link Copied!

📝 বাংলাদেশে কীভাবে বিনামূল্যে টিন সার্টিফিকেট বাতিল করবেন, কী শর্ত পূরণ করতে হবে এবং ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া—সবকিছু জানুন এই পূর্ণাঙ্গ গাইডে।

ডেস্ক রিপোর্ট: টিন সার্টিফিকেট বাতিল — জানুন বিনামূল্যে করার সম্পূর্ণ নিয়ম

বাংলাদেশে অনেক করদাতা আছেন যাদের আর কর দাখিলের বাধ্যবাধকতা নেই বা বিশেষ পরিস্থিতিতে তাদের টিন সার্টিফিকেট বাতিল করার প্রয়োজন হয়। কিন্তু অনেকেই জানেন না যে, এই প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে এবং মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করলেই এটি সম্পন্ন করা সম্ভব।

◾টিন সার্টিফিকেট বাতিলের প্রধান শর্তসমূহ

টিন বাতিল করতে হলে কয়েকটি নির্দিষ্ট শর্তের এক বা একাধিক পূরণ করতে হয়, যেমন—

আপনার কর দাখিলের বাধ্যবাধকতা না থাকা

করদাতার মৃত্যু, অবসায়ন বা অনুরূপ কারণে অস্তিত্বহীন হয়ে যাওয়া

স্থায়ীভাবে বিদেশে চলে যাওয়া ও বাংলাদেশে কোনো করযোগ্য আয় না থাকা

ডুপ্লিকেট বা ভুল তথ্যসহ নিবন্ধন হওয়া

আইনি মর্যাদার পরিবর্তন হওয়া

অন্য কোনো আইনানুগ কারণ

প্রবীণ (৬৫+), মহিলা ও প্রতিবন্ধী করদাতাদের জন্য আয়সীমা কিছুটা ভিন্ন হতে পারে।

◾বিনামূল্যে বাতিলের সুযোগ

সরকারি নীতিমালা অনুযায়ী, টিন সার্টিফিকেট বাতিল করতে কোনো ফি দিতে হয় না। অর্থাৎ, প্রক্রিয়াটি ১০০% ফ্রি এবং সরকারি কর সার্কেলের অফিসের মাধ্যমেই সম্পন্ন হয়।

◾প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন করার জন্য আপনার লাগবে—

বর্তমান টিন সার্টিফিকেট প্রিন্ট কপি

জাতীয় পরিচয়পত্রের কপি

পরপর তিন বছরের শূন্য কর রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র

◾ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া

1. শূন্য রিটার্ন জমা দিন — টানা তিন বছর কর রিটার্ন শূন্য হিসেবে দাখিল করে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করুন।

2. কর অফিসে আবেদন করুন — আপনার কর সার্কেলের উপ-কর কমিশনার বরাবর আবেদনপত্র লিখে কারণ উল্লেখ করুন।

3. কাগজপত্র জমা দিন — প্রাপ্তি স্বীকারপত্রসহ সব প্রমাণপত্র জমা দিন। প্রয়োজনে প্রতিনিধি পাঠিয়েও আবেদন করা যায়।

4. যাচাই-বাছাই ও অনুমোদন — নথি যাচাই শেষে সঠিক প্রমাণ পেলে টিন বাতিলের চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

শুল্ক সম্পূর্ণ ফ্রি

শর্ত আয় না থাকা, মৃত্যু, বিদেশে থাকা, ভুল নিবন্ধন ইত্যাদি

কাগজপত্র টিন সনদ, NID, তিন বছরের শূন্য রিটার্ন প্রাপ্তি স্বীকারপত্র

পদ্ধতি কর সার্কেলে আবেদনপত্র সহ জমা

পরামর্শ: আপনি যদি টিন সার্টিফিকেট বাতিলের শর্ত পূরণ করেন, তবে সময় নষ্ট না করে দ্রুত প্রক্রিয়াটি সম্পন্ন করুন। শূন্য রিটার্নের প্রমাণ অবশ্যই সংরক্ষণ করুন, কারণ এটি ছাড়া আবেদন গ্রহণ নাও হতে পারে। তথ্যসূত্র

 

📰আরো পড়ুন:☞ দক্ষিণখান বিএনপির দোয়া মাহফিল: কোকো’র জন্মদিনে আবেগঘন আয়োজন, নেতাকর্মীদের ঢল

🌏 আমাদের খবর পড়ুন : www.motherland24.com

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com