📝 সংসদ ভবনের বাইরে তুমুল বিক্ষোভ, ভোট জালিয়াতির অভিযোগে উত্তপ্ত ভারতের রাজনীতি — মুহূর্তে ভাইরাল ভিডিও
ডেস্ক রিপোর্ট: ভারতের রাজনৈতিক অঙ্গন সোমবার সকালে কেঁপে ওঠে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আটক খবর ছড়িয়ে পড়তেই। রাজধানী নয়াদিল্লির সংসদ ভবনের বাইরে বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র পদযাত্রা ও বিক্ষোভ চলাকালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
শুধু রাহুল নন — কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা এবং শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত-সহ একাধিক শীর্ষ বিরোধী সাংসদকেও আটক করা হয়। ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা গেছে, নেতারা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছেন, আর পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ রোধ করছে।
বিরোধীরা অভিযোগ করছেন — ভোটার তালিকা কারচুপি ও ভোট জালিয়াতির মাধ্যমে ক্ষমতাসীন বিজেপি এবং নির্বাচন কমিশন যৌথভাবে গণতন্ত্রকে ধ্বংস করছে। পদযাত্রার অংশ হিসেবে তাঁরা নির্বাচন কমিশনের কার্যালয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু দিল্লি পুলিশ সংসদ ভবন ঘিরে রাস্তাগুলো অবরুদ্ধ করে দেয়।
পুলিশ দাবি করেছে, আইনশৃঙ্খলা রক্ষার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কংগ্রেসসহ বিরোধীরা একে “গণতন্ত্রের কণ্ঠরোধ” বলে অভিহিত করছে।
সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে ঘটনার ভিডিও। #RahulGandhi #DelhiProtest #PriyankaGandhi হ্যাশট্যাগগুলো টুইটার (X) এবং ফেসবুকে ট্রেন্ডিংয়ে উঠে আসে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের নির্বাচনী রাজনীতিতে এই গ্রেপ্তার বড় মোড় ঘুরিয়ে দিতে পারে। এদিকে বিরোধী জোট ঘোষণা দিয়েছে, আটক নেতাদের মুক্তি না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবে। তথ্যসূত্র
📰আরো পড়ুন:☞ হত্যাচেষ্টার মামলায় অবশেষে জামিন পেলেন শমী কায়সার! চাঞ্চল্যকর পুরো ঘটনা প্রকাশ