📝 বাংলা প্রথমপত্র পরীক্ষা দিতে না পেরে আলোচনায় আসা আনিসা পেতে পারেন বিশেষ সুযোগ, বোর্ড জানাল নতুন শর্ত
MOTHERLAND 24 Desk Report: সময়মতো পরীক্ষাকেন্দ্রে না পৌঁছাতে পারায় এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষা দিতে পারেননি শিক্ষার্থী আনিসা আহমেদ। সেদিন অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার জন্য ছুটতে গিয়ে পরীক্ষাকেন্দ্রে দেরি করে পৌঁছান তিনি। ফলে কেন্দ্রে প্রবেশ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন এই শিক্ষার্থী। সরকারি বাঙলা কলেজ কেন্দ্রের সামনে তার কান্নার সেই ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ঘটনার পর নেটিজেনরা মানবিক দিক বিবেচনায় আনিসাকে পরীক্ষায় বসানোর দাবি তোলেন। শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডও প্রাথমিকভাবে ঘোষণা দেয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। তবে পরে দুটি পৃথক তদন্ত কমিটি—একটি ঢাকা বোর্ডের এবং অন্যটি সরকারি বাঙলা কলেজের—ঘটনার সত্যতা যাচাই করে।
তদন্তে দেখা যায়, আনিসার দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার মিল নেই। তার মা হাসপাতালে হঠাৎ ভর্তি হয়েছেন বলে যে দাবি করা হয়েছিল, সেটিরও সত্যতা পাওয়া যায়নি। এমনকি হাসপাতালে ভর্তির স্লিপ নিয়েও প্রশ্ন উঠে। ফলে বোর্ড সিদ্ধান্ত নেয়, আনিসাকে আর বাংলা প্রথমপত্র পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে না।
তবে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, আনিসা চাইলে পরীক্ষা না দিয়েও পাস করতে পারেন। নিয়ম অনুযায়ী, বাংলা প্রথম ও দ্বিতীয়পত্র মিলিয়ে মোট ৬৬ নম্বর পেলেই পাস ধরা হবে। সেক্ষেত্রে আনিসা যদি বাংলা দ্বিতীয়পত্রে একাই ৬৬ নম্বর পান, তাহলে তিনি পাস হিসেবে গণ্য হবেন—বাকি সব বিষয়ে উত্তীর্ণ হলে ফলাফলেও পাস দেখাবে।
ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, তদন্তে ঘটনার সত্যতা না পাওয়ায় বোর্ড তার পরীক্ষা নিচ্ছে না। তবে নিয়ম অনুযায়ী দুই পত্র মিলিয়ে ৬৬ নম্বর পাওয়ার শর্ত পূরণ করলে পাস করা সম্ভব।
এই ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলছেন, শুধু ভাইরাল হওয়া ভিডিওর ভিত্তিতে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া কি সঠিক ছিল? আবার কেউ কেউ বলছেন, পরীক্ষার নিয়ম যেমন কঠোর, তেমনই মানবিক দিকও বিবেচনা করা উচিত।
প্রসঙ্গত, গত ২৬ জুন এবারের এইচএসসি পরীক্ষা শুরু হয় বাংলা প্রথমপত্র দিয়ে। সেই দিনই আনিসার কান্নাভরা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। তথ্যসূত্র
📰আরো পড়ুন:☞ জিরো রিটার্ন দাখিল দণ্ডনীয়, এনবিআরের কড়া নির্দেশনা