📝 আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার তৃতীয় স্ত্রী রিয়া মনি। দীর্ঘদিন ধরেই তাদের দাম্পত্য কলহ, বিচ্ছেদের গুঞ্জন এবং পুনর্মিলনের গল্প চলছিল, তবে এবার তা এক নতুন মোড় নিয়েছে।
বুধবার (৬ আগস্ট) মধ্যরাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে হিরো আলম একাধিক পোস্ট দিয়ে দাবি করেন, তার স্ত্রী রিয়া মনি কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারের একটি হোটেলে অবস্থান করছেন এবং সেখানে রাতও কাটিয়েছেন।
এই পোস্টের সঙ্গে তিনি রিয়া মনি ও অভির একাধিক ছবি প্রকাশ করেন এবং একটি হোটেল রুমের ভিডিও ক্লিপও শেয়ার করেন, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। হিরো আলমের এই পোস্ট ঘিরে সমালোচনা ও আলোচনা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
ঘটনার বিষয়ে রিয়া মনি বলেন, “আমি একট কাজের জন্য কক্সবাজারে গিয়েছিলাম। এখন ঢাকায় আছি। হিরো আলমের সঙ্গে আর সংসার করার মতো অবস্থা নেই। সে আগের চেয়ে আরও বেশি সমস্যা তৈরি করছে।”
এর আগেও রিয়া মনির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন হিরো আলম। এমনকি থানায় মামলা দায়েরও করেন, যার জেরে গ্রেপ্তার হয়ে জেলও খাটেন রিয়া মনি। তবে জামিনে মুক্তি পেয়ে ফের হিরো আলমের পাশে দাঁড়ান এবং আত্মহত্যার চেষ্টা করা আলমকে সেবা দিয়ে সুস্থ করে তোলেন।
এবার হিরো আলম অভিযোগ করেন, “রিয়া আমাকে বলেছিল বগুড়ায় গিয়ে নতুন করে সংসার শুরু করবো। আমি বাড়ি ঠিক করতে বগুড়ায় চলে আসি। এরপর জানতে পারি সে কক্সবাজারে অভির সঙ্গে অবস্থান করছে। আমি কক্সবাজার গিয়ে তাদের খুঁজেও পাইনি, কারণ তারা আগেই পালিয়ে যায়।”
পরবর্তীতে আরও একাধিক পোস্ট দিয়ে হিরো আলম জানান, “রিয়া মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়েই। আজকের ভিডিও তারই প্রমাণ।” বিষয়টি নিয়ে অনেকে ব্যক্তিগত পর্যায়ের ঘটনা বলে উল্লেখ করলেও অনেকেই এটিকে সেলিব্রেটি দম্পতির গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ হিসেবেও দেখছেন।
এই ঘটনায় হিরো আলম ও রিয়া মনির ব্যক্তিগত সম্পর্ক আরও জটিল আকার ধারণ করেছে বলে মনে করছেন অনেকে। এদিকে ভিডিও ফাঁসের বিষয়টি নিয়ে আইনি জটিলতার সম্ভাবনাও দেখা দিয়েছে। তথ্যসূত্র
📰আরো পড়ুন: ☞ রাজনীতি এখন চক্রান্তকারীদের ডিজাইনে পরিচালিত: এনসিপি ত্যাগ করে ক্ষোভে ফেটে পড়লেন নীলা ইসরাফিল