📝 মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (KLIA) ফের ২৬ বাংলাদেশিকে প্রবেশ করতে না দিয়ে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (Aksem)।
মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা থেকে দুইটি পৃথক ফ্লাইটে মালয়েশিয়ায় পৌঁছানো এসব যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন গেটেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে কর্তৃপক্ষ।
বুধবার (৬ আগস্ট) এক বিবৃতিতে একেপিএস জানায়, সন্দেহভাজনদের তাৎক্ষণিকভাবে আটক করে তাদের এজেন্সি অপারেশন অফিসে তল্লাশির জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই যাত্রীরা পর্যটন ভিসা নিয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করলেও তাদের ভ্রমণের যৌক্তিক কারণ বা নির্ভরযোগ্য প্রমাণ দেখাতে ব্যর্থ হন। ফলে তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
মালয়েশিয়ার সীমান্ত সুরক্ষা সংস্থার বক্তব্য অনুযায়ী, ভিসার অপব্যবহার করে কাজের উদ্দেশ্যে অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য হুমকি হয়ে উঠতে পারে। এজন্য দেশটির বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে কেএলআইএ টার্মিনাল ১ ও ২-এ নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, বাংলাদেশসহ অন্যান্য দেশের অনেক নাগরিক ভ্রমণ ভিসা নিয়ে কর্মসংস্থানের আশায় মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছে। এটি বন্ধে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে মালয়েশিয়ার নিরাপত্তা কর্তৃপক্ষ।
এই ঘটনায় আটক ২৬ বাংলাদেশিকে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বিদেশ গমনের আগে যথাযথ ভিসা যাচাই এবং বৈধ উপায়ে ভ্রমণের বিষয়টি নিশ্চিত করা উচিত। অন্যথায় এমন পরিস্থিতিতে পড়তে হতে পারে যা যাত্রী ও দেশের উভয়ের জন্যই বিব্রতকর। 🔎তথ্যসূত্র
📰আরো পড়ুন👉◾চালকের ঘুম কেড়ে নিল ৭ প্রাণ: প্রবাস ফেরত বাহারের পরিবারে মৃ/ত্যুর মিছিল।