📝 যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বিখ্যাত টাইমস স্কয়ারে মাত্র দুই মিনিটের একটি রিকশা সফরেই গুনতে হলো প্রায় আড়াই হাজার টাকা!
অবিশ্বাস্য হলেও সত্য—এই ব্যয়বহুল অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন জনপ্রিয় ফুড ভ্লগার নুসরাত ইসলাম, যিনি ‘জলটান বিডি’ নামে পরিচিত।
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে তিনি এই ‘আমেরিকান রিকশা’, যা স্থানীয়ভাবে ‘পেডিক্যাব’ নামে পরিচিত, তে চড়ার অভিজ্ঞতা নেন। তাঁর কথায়, “আমাদের দেশের রিকশার সঙ্গে এর কোনো মিল নেই। এটি অনেক বড়, তিনজন আরাম করে বসতে পারেন। এমনকি মিউজিকও বাজে এই পেডিক্যাবে।”
অবাক করা বিষয় হলো, তিনি যে পেডিক্যাবে উঠেছিলেন, তার চালক ছিলেন একজন নারী। নুসরাত বলেন, “এই রিকশাগুলো সাধারণত প্যাডেল ঘুরিয়ে চালানো হলেও অনেক সময় মোটরের সাহায্যও নেয়। তবে ভাড়া এতটাই বেশি যে পুরো শহর ঘুরে দেখার চিন্তা বাদ দিতে হয়।”
মাত্র দুই মিনিটের যাত্রায় তাঁর খরচ পড়ে প্রায় আড়াই হাজার টাকা (৩০ ডলার)। তাঁর মতে, “পেডিক্যাব উবারের চেয়েও ব্যয়বহুল। চালকদের হাতে ঘড়ি থাকে, টাইমার দিয়ে হিসাব করে ভাড়া নেয়।”
নুসরাত আরও জানান, “ভিডিওতে যখন আমি ‘এক্সপেনসিভ’ বলেছিলাম, তখন চালক কিছুটা কষ্ট পেয়েছিলেন। তখন মনে হচ্ছিল তাঁকে বলি—আপা, আমাদের দেশের রিকশা ভাড়া জানেন?”
তবে এত খরচ হলেও তিনি পেডিক্যাব সফরকে ‘আরামদায়ক ও দারুণ অভিজ্ঞতা’ বলেই অভিহিত করেছেন। বিশেষ করে টাইমস স্কয়ারের মসৃণ রাস্তায় রিকশা চলাচল এবং দৃষ্টিনন্দন দৃশ্যাবলি তাঁকে মুগ্ধ করেছে।
পেডিক্যাব সেবাটি মূলত পর্যটকদের জন্য তৈরি। হাঁটার ক্লান্তি কাটাতে এই বিলাসবহুল রিকশা হতে পারে এক অভিনব সমাধান—তবে পকেট গড়ের উপর না হলে নয়।🚦
📰আরো পড়ুন👇
◾নীরবতা ভেঙে নতুন পোস্ট দিলেন অপু বিশ্বাস