ঢাকাSaturday , 2 August 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

অভিনয় ছেড়ে দিলে সাংবাদিকতা করবেন মোশাররফ করিম

Link Copied!

📰 দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ, নাটক, সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে সুনাম কুড়ানো অভিনেতা মোশাররফ করিম অভিনয় ছাড়ার ভাবনায় থাকেন মাঝে মাঝেই।

তবে কিছুদিন অভিনয় থেকে বিরত থাকলেই মনে হয়, তিনি এই কাজ ছাড়া আর কিছু করতে পারবেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, “মাঝে মাঝে মনে হয় অভিনয়টা ছেড়ে দেব। কিন্তু আমি দেখেছি, অভিনয় ছাড়া ১০-১২ দিনের বেশি থাকতে পারি না। তখনই বুঝি ভাবনাটা ভুল ছিল। আমি অন্য কিছু উপভোগই করি না।”

তবে ভবিষ্যতে অভিনয় ছেড়ে দিতে হলে সাংবাদিকতা করতে চান বলে জানান এই জনপ্রিয় অভিনেতা।

তার ভাষায়, “সাংবাদিকতার সৃজনশীলতা হচ্ছে—একজন মানুষকে জানা, উপলব্ধি করা, আলোচনার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করা এবং অন্যদেরও সমৃদ্ধ করা। কোনো দিন অভিনয় ছেড়ে দিলে সাংবাদিকতা করতেও পারি।”

তিনি আরও বলেন, “অনেক সময় ইচ্ছে করে তারিক ভাইয়ের (তারিক আনাম খান) কিংবা হায়াত ভাইয়ের (আবুল হায়াত) দীর্ঘ ইন্টারভিউ নিই। লেখালেখির দিকেও আগ্রহ আছে আমার।”

এদিকে, যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিতব্য ‘৮ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস ২০২৫’-এ প্রদর্শিত হবে মোশাররফ করিম অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত—দ্য সার্কেল’। ছবিটি পরিচালনা করেছেন মাহমুদুল হাসান টিপু। এতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন তার স্ত্রী রেবেনা রেজা জুঁই।◾

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com