📰 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক সহকারী প্রক্টরের হুঁশিয়ারিতে ছাত্রীদের মধ্যে ক্ষোভ এবং সামাজিকমাধ্যমে সমালোচনা তৈরি হয়েছে।
অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লব উদ্যান (পুরনো নাম বঙ্গবন্ধু উদ্যান) ও ছাত্রী হলের ঝুপড়ি এলাকায় টহলরত প্রক্টরিয়াল গাড়ি থেকে সহকারী প্রক্টর নাজমুল হোসেইন ছাত্রীদের উদ্দেশে বলেন, “রাত ১০টার মধ্যে হলে না ঢুকলে আসন বাতিল করা হবে।”
প্রত্যক্ষদর্শী ছাত্রীরা জানিয়েছেন, সহকারী প্রক্টর নাজমুল হোসেইনের হাতে খাতা-কলম ছিল এবং তিনি উদ্যান এলাকায় বসে থাকা ছাত্রীদের উঠে যেতে বলেন।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর নাজমুল হোসেইন স্বীকার করেন, “ছাত্রীদের অপ্রয়োজনীয় কাজে বাইরে থাকা নিরুৎসাহিত করতেই এ কথা বলেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রীদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। নিয়ম অনুযায়ী রাত ১০টার মধ্যে হলে প্রবেশের কথা বলা হয়েছে এবং এই বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে।”
তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, “এ ধরনের আসন বাতিল সংক্রান্ত কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নেই। সহকারী প্রক্টর মূলত অন্ধকার এলাকায় ছাত্রীদের না থাকার পরামর্শ দিয়েছেন এবং রাত ১০টার পর হলে ঢুকতে হলে অনুমতির বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন।”
শিক্ষার্থীদের একাংশ বলছেন, এই ধরনের বক্তব্য প্রশাসনের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।◾