📰 রাজধানীর পল্লবীতে চাঁদাবাজির ঘটনায় আদালত স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। “বিএনপি নেতা বনে গিয়ে পল্লবীতে চাঁদাবাজি শুরু করেছেন যুবলীগ নেতা জাকির” শিরোনামে সম্প্রতি একটি সংবাদ প্রচারের পর এ সিদ্ধান্ত দেন আদালত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত সংশ্লিষ্ট থানাকে ১০ আগস্টের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের আদেশে বলা হয়, পল্লবী থানাধীন টেকেরবাড়ী ও সাগুফতা এলাকার ব্যবসায়ীরা চাঁদাবাজদের কারণে স্বাভাবিক ব্যবসা পরিচালনায় বাধার মুখে পড়ছেন। এটি মৌলিক মানবাধিকারের লঙ্ঘন এবং একটি গুরুতর অপরাধ।
আদালত আরও উল্লেখ করেন, ভয়ভীতির কারণে ভিকটিমরা থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছেন না, যা তাদের নাগরিক অধিকার লঙ্ঘনের শামিল। এ প্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধির ১৯০ (১) (সি) ধারা অনুযায়ী আদালত বিষয়টি আমলে নিয়েছেন।
আদেশে পল্লবী এলাকায় চাঁদাবাজিতে জড়িত ব্যক্তিদের নাম-ঠিকানাসহ তালিকা তৈরি করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সংবাদের এই ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা। ◾