ঢাকাThursday , 31 July 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নতুন নীতিমালায় বাধ্যতামূলক হচ্ছে অটোরিকশার নিবন্ধন ও চালকের লাইসেন্স

Link Copied!

📰 নতুন নীতিমালা চূড়ান্তের পথে, শৃঙ্খলার আওতায় আসছে বৈদ্যুতিক থ্রি-হুইলার।

সারাদেশে ট্রাফিক বিশৃঙ্খলার বড় একটি কারণ হিসেবে বিবেচিত হয়ে আসা ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) অবশেষে একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় আসছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ‘বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫’ এর খসড়া তৈরি করেছে। খসড়া অনুযায়ী, এসব অটোরিকশা চালাতে হলে নিবন্ধন ও চালকের লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে।

সরকারি সূত্রে জানা গেছে, মহাসড়কে এসব থ্রি-হুইলারের নিয়ন্ত্রণহীন চলাচল দুর্ঘটনা এবং যানজট সৃষ্টি করছে। সারাদেশে অনুমানিক ৫০ লাখের বেশি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে, যার মধ্যে ঢাকায় রয়েছে অন্তত ৮ থেকে ১০ লাখ। এতদিন এসব যানবাহনের ওপর কোনো নির্দিষ্ট আইন বা নীতিমালা ছিল না।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস জানিয়েছেন, “থ্রি-হুইলারগুলোকে শৃঙ্খলায় আনতেই দীর্ঘদিন ধরে একটি নীতিমালার দাবি ছিল। এবার বাস্তবতার নিরিখে খসড়াটি চূড়ান্ত করার কাজ চলছে।”

👉কোথায় চলবে, কোথায় নয়?

খসড়া নীতিমালায় বলা হয়েছে, মধ্যম ও ধীরগতির অটোরিকশাগুলো মহাসড়কে চলতে পারবে না। তবে সার্ভিস লেনে চলাচল করতে পারবে। সিটি করপোরেশন ও এ ক্যাটাগরির পৌর এলাকায় মধ্যমগতির অটোটেম্পো, মোটরক্যাব রিকশা, থ্রি-হুইল ভ্যান চলাচল করতে পারবে। অন্যদিকে ধীরগতির যান চলবে শুধুমাত্র জেলা, মেট্রোপলিটন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্থানীয় রুটে।

👉নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক

বিআরটিএর মাধ্যমে নির্দিষ্ট সীমার মধ্যে এসব অটোরিকশার নিবন্ধন দেওয়া হবে। কোনো ব্যক্তি সর্বোচ্চ ৩টি মধ্যমগতি ও ৫টি ধীরগতির অটোরিকশার মালিক হতে পারবেন। চালকদের বিআরটিএ অনুমোদিত প্রশিক্ষণ নিতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।

👉ফিটনেস ও যন্ত্রাংশে মান নিয়ন্ত্রণ

এজাতীয় যানবাহনের ফিটনেস সনদ, হালনাগাদ ট্যাক্স টোকেন, বিএসটিআই অনুমোদিত যন্ত্রাংশ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বিআরটিএর অনুমোদন ছাড়া কোনো প্রস্তুতকারী প্রতিষ্ঠান যানবাহন তৈরি বা বাজারজাত করতে পারবে না।

👉গতি ও আকার নির্ধারণ

মধ্যমগতির অটোরিকশার সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫০ কিমি এবং ধীরগতির গতি ঘণ্টায় ৩০ কিমি নির্ধারণ করা হয়েছে। দৈর্ঘ্য, প্রস্থ ও ওজনেরও নির্দিষ্ট সীমা দেওয়া হয়েছে।

👉এক বছরের মধ্যে নিরাপদ মডেলে রূপান্তরের নির্দেশ

বর্তমানে চলমান অননুমোদিত থ্রি-হুইলারকে এক বছরের মধ্যে নিরাপদ মডেলে রূপান্তর করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের পর এসব যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

👉সড়ক পরিবহন আইনে ব্যবস্থা

নীতিমালার ব্যত্যয় হলে ‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর আওতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশিক্ষণ ছাড়া কেউ এ যান চালাতে পারবে না। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি অটোরিকশায় মালিক ও চালকের মোবাইল নম্বর দৃশ্যমান রাখতে হবে।

👉নীতিমালাটি চূড়ান্ত হলে দেশের সড়কে চলাচলকারী লাখো ব্যাটারিচালিত অটোরিকশাকে আইনি কাঠামোতে আনার পাশাপাশি জননিরাপত্তা, ট্রাফিক শৃঙ্খলা ও যানজট সমস্যার নিরসনে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com