ঢাকাThursday , 31 July 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ব্লগার অভিজিৎ হ/ত্যা মামলা: যাবজ্জীবনপ্রাপ্ত ফারাবী জামিনে মুক্ত

Link Copied!

📰 ব্লগার ও লেখক অভিজিৎ রায় হ/ত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

বুধবার (৩০ জুলাই) বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন জামিন আদেশ দেন।

আদালতে ফারাবীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান এবং তাকে সহযোগিতা করেন আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান।

আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান জানান, “২০২১ সালে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন ফারাবী। সেই আপিল গ্রহণ করার পর আজ তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। কতদিনের জন্য জামিন তা লিখিত আদেশ পাওয়ার পর জানা যাবে।”

জামিনের পক্ষে যুক্তি তুলে ধরে বলা হয়, মামলায় চার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকলেও কোথাও ফারাবীর নাম নেই। তদন্ত কর্মকর্তার বাইরে অন্য কোনো সাক্ষীও তার নাম উল্লেখ করেননি। ফারাবী নিজেও কোনো স্বীকারোক্তি দেননি। তিনি ২০১৫ সালের ৩ মার্চ থেকে কারাগারে আছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কু/পি/য়ে হ/ত্যা করা হয় মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়কে। এই ঘটনায় দায়ের করা মামলায় ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল পাঁচজনকে মৃ/ত্যুদ/ণ্ড এবং শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কা/রাদ/ণ্ড দেয়।

ফারাবীর করা আপিলের শুনানি এখনো হাইকোর্টে চলমান। এই অবস্থায় দীর্ঘ প্রায় ১০ বছর পর তিনি জামিনে মুক্ত হলেন।◾

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com