ঢাকাSunday , 27 July 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জেমসের কনসার্টে ব্যাকস্টেজে জায়েদ খান, দীঘিও ছিলেন সঙ্গে | মাইলস্টোন দুর্ঘটনায় সহায়তা যাবে আয় থেকে

Admin1234@
July 27, 2025 5:00 pm
Link Copied!

যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশি ব্যান্ড তারকা নগরবাউল জেমস এবার অংশ নিয়েছেন এক বিশেষ কনসার্টে— ‘নগরবাউল জেমস লাইভ ইন ফিলাডেলফিয়া’। ২৫ জুলাই ফিলাডেলফিয়া শহরে অনুষ্ঠিত এই কনসার্টে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান এবং অভিনেত্রী প্রার্থনা ফারদীন দীঘি।

জায়েদ খান কনসার্টে গানের তালে নেচে দর্শকদের মাতিয়ে তোলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নাচের ভিডিওও শেয়ার করেছেন, যা ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। অতীতের গুঞ্জন ছিল— জায়েদ খান মঞ্চে উঠলে দর্শকরা ‘ভুয়া ভুয়া’ বলে বিরূপ প্রতিক্রিয়া দেখান। তবে ফিলাডেলফিয়ার কনসার্টে এমন কিছু ঘটেনি। বরং দর্শকদের কাছ থেকে তিনি দারুণ সাড়া পেয়েছেন।

এছাড়া জায়েদ খান জেমস ও দীঘির সঙ্গে একটি ব্যাকস্টেজ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “ব্যাকস্টেজ”। ছবিটি নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন আয়োজকেরা

এই কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্ট এক ঘোষণায় জানিয়েছে, কনসার্ট থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ সম্প্রতি ঘটে যাওয়া উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সহায়তায় ব্যয় করা হবে।

এক বিবৃতিতে আয়োজকরা লিখেছেন—

“ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানি ও শিক্ষার্থীদের ক্ষতির ঘটনায় আমাদের হৃদয় ভেঙে গেছে। এই শোকের মুহূর্তে আমরা বাংলাদেশের মানুষের পাশে আছি। কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ সরাসরি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেওয়া হবে।”

নগরবাউল জেমসের শোকবার্তা

এদিকে নগরবাউল জেমস-এর অফিসিয়াল ফেসবুক পেজে এক শোকবার্তায় বলা হয়েছে—

“এ ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই অমূল্য শিক্ষার্থীদের প্রতি আমাদের হৃদয়বিদারক সমবেদনা। আহত শিক্ষার্থী ও তাদের পরিবার যেভাবে দুঃসহ সময় পার করছেন, আমরা তাদের পাশে আছি।”

<————-MOTHERLAND 24———–>

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com