ঢাকাWednesday , 23 July 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মিরপুর জোনের ডিসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা !

Admin1234@
July 23, 2025 8:41 pm
Link Copied!

আসিফ শিকদার নামে এক ব্যক্তিকে যৌথ বাহিনীর হেফাজতে নির্যাতন করে হত্যার অভিযোগে মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ মাকসুদুর রহমান, শাহআলী থানার ওসি শরিফুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আসিফ শিকদারের মা স্বপ্না বেগম এ মামলা করেন। ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন।

অন্য আসামিরা হলেন- ওসি (তদন্ত) মতিউর রহমান, দারুস সালাম থানার এসি এমদাদুল হক, দারুস সালাম জোনের এডিসি জাকারিয়া, মেজর মুদাব্বির, ক্যাপ্টেন তাম্মাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সিরাজ, জনৈক আবুল কালাম আজাদ লেনিন, ফর্মা খলিল ও সিএনজি ফরিদ।

এজাহারে বলা হয়, গত ২০ জুলাই মধ্য রাতের পর শাহআলী থানার ওসির পরিচয় দিয়ে জোর করে স্বপ্না বেগমের ঘরে প্রবেশ করে।

রাত ২টার দিকে পুলিশ, আর্মি ও র‌্যাবসহ যৌথ বাহিনীর ২৫ থেকে ৩০ সদস্য পুরো ঘর তছনছ করেন। আসিফ শিকদার কারণ জানতে চাইলে তাকে চড়-থাপ্পড়সহ অমানুষিক নির্যাতন করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যওয়া হয়। পরে ফজরের সময় খবর পান- আসিফের ব্যবহৃত কাপড় মলমূত্রে নষ্ট হয়ে গেছে। তার জন্য নতুন কাপড় প্রয়োজন। খবর পেয়ে স্বপ্না বেগম সেখানে কাপড় নিয়ে ছুটে যান এবং তার ছেলের সঙ্গে দেখা করতে চান; কিন্তু তাকে দেখা করতে না দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। পরে বেলা ১১টায় শুনতে পান, নির্যাতনের মুখে তার ছেলে মারা গেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com