নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি শ্রীলঙ্কায় হয়েগেল আন্তর্জাতিক জাদু উৎসব -২০২৫। আয়োজনে – শ্রীলংকা ম্যাজিশিয়ানস সোসাইটি। ( ২৪ জুন থেকে ২৯ জুন). উদ্বোধনী দিনের পরিচয় পর্বের পরেই ছিল আন্তর্জাতিক জাদু প্রতিযোগিতা।

চমকপ্রদ জাদু প্রদর্শন করে প্রথম রানার্স আপ হয়েছেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী জাদুরাজ বিপ্লব। প্রথম হয়েছেন ফিলিপাইনের বিখ্যাত ম্যাজিশিয়ান Michael Cabudsan ( Bogz Aknal) এবং যুগ্ন ভাবে তৃতীয় হয়েছেন – শ্রীলঙ্কার বিখ্যাত ২ জন লেডি ম্যাজিশিয়ান। শ্রীলঙ্কার নাম্বার ওয়ান ম্যাজিশিয়ান ( Luckruwan Mister Magic) এর সার্বিক পরিচালনায় শ্রীলঙ্কার বিখ্যাত ৩/৪ টি শহরের, বিশাল স্কুল অডিটোরিয়াম এ প্রবেশ পত্রের মাধ্যমে হাজার হাজার দর্শকদের সামনে বিভিন্ন দেশের জাদু শিল্পীরা তাদের জাদুর নৈপূন্য প্রদর্শন করেন।

আন্তর্জাতিক পরিমন্ডলে শ্রীলঙ্কার আকাশে জাদুর দেশ হিসেবে খ্যাত ‘বাংলাদেশের ‘ লাল সবুজের পতাকা উড়িয়ে জাদুরাজ বিপ্লব আমাদের দেশের জন্য নিয়ে এসেছেন সম্মান ও মর্যাদা।
ফুটবল ও ক্রিকেটের পর ম্যাজিক এর বিজয়ের হাসি টাও 🇧🇩 বাংলাদেশের। ওস্তাদজী গোল্ড মেডেলিস্ট ম্যাজিশিয়ান ফখরুল ইসলাম শিপুরাজ ( বাংলাদেশ ম্যাজিক একাডেমি,খিলগাও তিল পাপাড়া, ঢাকা) এর কাছ থেকে প্রায় ৭ বছর ম্যাজিক প্রশিক্ষণ নিয়ে শুরু হয় – সৌম্য দর্শন, সদা হাস্যজ্জ্বল ও অত্যন্ত বিনয়ী জাদুরাজ বিপ্লবের পথচলা। ২০২৪ সালে Bangladesh magicians Council এর গ্রুপ প্রতিনিধি সদস্য হিসেবে ত্রিপুরা, শ্রীলং, আসাম (কামরূপ কামাক্ষা) ও মেঘালয় রাজ্যে জাদু প্রদর্শন করে প্রশংশিত হন এই শিল্পী।

গত ১০ বছর যাবৎ ম্যাজিককে পেশা হিসেবে নিয়ে প্রতি মাসে প্রায় ১৫ টি বার্থডে + ক্লাস পার্টি + কিডস জোনে ম্যাজিক পারর্ফম করছেন। সাংগঠনিক কার্যক্রম : ১) নির্বাহী সদস্য – বাংলাদেশ যাদুকর পরিষদ “বাযাপ” ২)সংগঠক – IBM (USA)রিং- ২৭৯, বিডি, ৩) সদস্য – ম্যাজিক ফেডারেশন ৪) প্রতিষ্ঠাতা – বিপ্লব ম্যাজিক একাডেমি। ৫) প্রচার সম্পাদক – ব্রাদারহুড অফ ম্যাজিশিয়ান্স ( বিএম)।সর্বপরি দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশী তরুণ অধীয়মান ম্যাজিশিয়ান জাদুরাজ বিপ্লব।