ঢাকাMonday , 21 July 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পাইলট নিহত, হাসপাতালে হতাহতের তালিকা দিলো আইএসপিআর

Admin1234@
July 21, 2025 1:17 pm
Link Copied!

আহত উদ্ধারের সংখ্যা (সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত)

  • উত্তরা এলাকার বাংলাদেশ মেডিক্যাল ২৩
  • শিনশিন জাপান হাসপাতাল ১১
  • ক্রিসেন্ট হাসপাতাল ১৫
  • লুবানা হাসপাতাল ২০
  • ইস্টওয়েস্ট হাসপাতাল ০১
  • মুনসুর হাসপাতাল ০৮
  • ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিট ৩৮ 

মোট আহত উদ্ধার ১১৬ জন

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এতে আহত হয়েছেন ১৬৪ জন। এছাড়া বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট ফ্লাইট লে. তৌকির মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিএমএইচ হাসপাতলে আনা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

সোমবার (২১ জুলাই) বিকেল পাঁচটার দিকে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা দেওয়া হয়। পরে আইএসপিআর ওই ফ্লাইটের পাইলটের মৃত্যুর খবরও নিশ্চিত করে।

বিভিন্ন হাসপাতালে হতাহতের তালিকা:

  • কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত নেই
  • জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত ৭০ নিহত ২
  • সিএমএইচ-ঢাকায় আহত ১৪ ও নিহত ১১
  • কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত নেই, নিহত ২
  • উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১১ ও নিহত ২
  • উত্তরা আধুনিক হসপিটাল আহত ৬০ ও নিহত ১
  • উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল আহত ১, নিহত নেই।

এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জানিয়েছিলেন এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।

এদিকে হাসপাতালগুলো জানিয়েছে, এই মুহূর্তে নেগেটিভ রক্তের প্রয়োজন সবচেয়ে বেশি। দাতাদের সংলগ্ন হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। 

নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নম্বর:

  • মিলিটারি রেস্কিউ ব্রিগেড  01769024202
  • সিএমএইচ বার্ন ইউনিট  01769016019
  • সিএমএইচ ইমার্জেন্সি  01769013311
  • মাইলস্টোন স্কুল Admin Officer  01814774132
    ‬Vice Principal  01771111766

ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার 999 বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সাথে সংযোগ করিয়ে দেবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com