ঢাকাSaturday , 19 July 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন : সভাপতি জসিম ফরায়েজী, সম্পাদক জুলফিকার আলম

Admin1234@
July 19, 2025 5:29 pm
Link Copied!

দাগনভূঞা প্রতিনিধি :ফেনীর দাগনভূঞা উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির, ২০২৫ -২০২৬ সালের কার্যনির্বাহী ১৩ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করা হয়েছে। এতে জি টিভির ফেনী প্রতিনিধি ও সাপ্তাহিক ফেনীর প্রত্যয়ের বার্তা সম্পাদক জসিম উদ্দিন ফরায়েজী সভাপতি ও দৈনিক সকালের সময় প্রতিনিধি জুলফিকার আলম‘কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

অন্য সবকটি পদে মোখিক ভোটাভোটির মাধ্যমে শনিবার (১৯ জুলাই) রাতে প্রধান নির্বাচন কমিশনার দৈনিক অজেয় বাংলা ও সাপ্তাহিক নবকিরন সম্পাদক সওকত মাহমুদ,তিনি নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

কমিটির অপর সদস্যরা হলেন- সহ-সভাপতি দেওয়ান মো. ইকবাল (নয়া দিগন্ত ডিজিটাল), সহ-সাধারণ সম্পাদক সুমন পাটোয়ারী (দৈনিক খবরপত্র), কোষাধ্যক্ষ জিয়াউল হক পিন্টু (আরটিভি ক্যামেরাম্যান ও দৈনক আলোকিত সকাল), দপ্তর ও প্রচার সম্পাদক নাজমুল হাসান শুভ (দৈনিক আনন্দবাজার),তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশফাল আহমেদ রাফি ( সাপ্তাহিক জনতার বিপ্লব)।

কার্যনির্বাহী সদস্য হলেন- মোয়াজ্জেম হোসেন মালদার (এশিয়ান টিভি ও দৈনিক যায়যায়দিন), সাখাওয়াত হোসেন ( দৈনিক গণমুক্তি), নুর হোসেন ( নাগরিক টিভি), আব্দুল মুনাফ পিন্টু (দৈনিক গনমানুষের আওয়াজ), শেখ ছাবেরুল হক চিশতী (স্বদেশ প্রতিদিন), জাহেদ হাসান ( নিউজ জাগ্রত প্রবাহ)।

এসময় আগের কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার ও সাধারণ সম্পাদক নুর হোসেন নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com