গাজীপুরে বিএনপির এক নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ময়মনসিংহমুখী লেনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে এক ঘণ্টা ধরে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহান সংশ্লিষ্ট যাত্রীরা।
একপর্যায়ে বেলা একটার দিকে পুলিশ গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এতে ধীরে ধীরে মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিনের মামলা প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়।
পুলিশ ও দলটির স্থানীয় কয়েকজন নেতা-কর্মী সূত্রে জানা যায়, ইসলাম উদ্দিনের বিরুদ্ধে সম্প্রতি জয়দেবপুর থানায় একটি মামলা হয়। মামলাটি করেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা দেলোয়ার হোসেন। ১১ জুলাই বাঘের বাজার এলাকায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাস্ট্যান্ড নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে চাঁদাবাজি ও হামলার অভিযোগে মামলাটি করা হয়।
তবে অবরোধকারীদের দাবি, ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলকভাবে মামলাটি করা হয়েছে। কোনো তদন্ত ছাড়াই পুলিশ মামলা নিয়েছে। পাল্টা অভিযোগ দিতে গেলে সেটি আমলে নেয়নি পুলিশ।
ইসলাম উদ্দিন বলেন, ১১ জুলাই ওই ঘটনার সময় তিনি বাঘের বাজার এলাকায় ছিলেন না। এ সময় তিনি শ্রীপুর উপজেলায় বিএনপির একটি কর্মসূচিতে ছিলেন। মামলায় উল্লেখিত ওই ঘটনার সঙ্গে তাঁর বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লি বলেন, ঘটনার দিন ইসলাম উদ্দিন তাঁর সঙ্গে দলীয় কাজে শ্রীপুর ছিলেন।
অবরোধকারী ব্যক্তিদের অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে জানিয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ আহমেদ জানান, বাঘের বাজার অটোরিকশাস্ট্যান্ডে চাঁদাবাজি ও হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় এক আসামিকে গ্রেপ্তারও করা হচ্ছে। অন্য আসামিদের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।