ঢাকাWednesday , 16 July 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

অনৈক্যের চোরাবালিতে পেশা তলানিতে, ঐক্যই একমাত্র পথ”—বিএমএসএফ চেয়ারম্যান আহমেদ আবু জাফর

Admin1234@
July 16, 2025 2:06 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃপেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, “অনৈক্য আর ষড়যন্ত্রের চোরাবালিতে সাংবাদিকতা পেশা আজ তলানিতে ঠেকেছে। রাক্ষুসে মানসিকতার কিছু কথিত সাংবাদিকের কারণে পেশাটি আশঙ্কাজনকভাবে ঝুঁকিতে পড়েছে।”

তিনি আরও বলেন, “সাংবাদিকদের তালিকা প্রণয়ন, নীতিমালা প্রণয়ন ও সুরক্ষা আইনসহ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। সবাইকে দল-মত নির্বিশেষে এক প্ল্যাটফর্মে আসতে হবে।”

গত ১৫ জুলাই রাত ৮টায় রাজধানীর মিরপুর পল্লবীর একটি রেস্টুরেন্টের হলরুমে বিএমএসএফ ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত সংগঠনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও চৌদ্দ বছরে পদার্পণ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের সদস্য এস এম জাকারিয়া সোহাগ, রফিকুল ইসলাম মিরপুরী, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ড. তাওহীদ হাসান, উপদেষ্টা ইব্রাহিম খলিল স্বপন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম ও সহ-সম্পাদক নুরুল হুদা বাবু।

আরও উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক মীর আলাউদ্দিন, কেন্দ্রীয় নেতা এস এম জীবন, ইসমাইল হোসেন পলাশ, মরিয়ম আক্তার মারিয়া এবং সুমন খান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক শাহিনা আক্তার ও যুগ্ম সম্পাদক সৈয়দ নুর ইসলাম জুয়েল।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও সংগঠনের সাংগঠনিক সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

সভায় সংগঠনের নেতৃবৃন্দ দেশব্যাপী সকল সাংবাদিক, বিএমএসএফ সদস্য, শুভানুধ্যায়ী ও ১৪ দফা দাবি আন্দোলনের সমর্থকদের অভিনন্দন জানান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিএমএসএফ সদস্যদের উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

বিশেষ বার্তা:একতা ও সততার পথে ফিরলেই সাংবাদিকতা পেশা ফিরে পাবে তার মর্যাদা ও নিরাপত্তা—বলে মন্তব্য করেন বক্তারা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com