নিজস্ব প্রতিবেদনঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হয়েছেন মোহাম্মদ খালেদ রহীম।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।
প্রজ্ঞাপনে বলা হয়, খালেদ রহীমকে অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে দুর্নীতি দমন কমিশনের সচিব পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
দুদকের সচিব হিসেবে খোরশেদা ইয়াসমীনের স্থলাভিষিক্ত হলেন খালেদ রহীম। খোরশেদা ইয়াসমীন সম্প্রতি অবসরোত্তর ছুটিতে গেছেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আমাদের ওয়েবসাইট- www.motherland24.com