ঢাকাTuesday , 15 July 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মধুপুরে ক্রয়কৃত জমিতে যেতে বাঁধা প্রদান সহ হুমকির অভিযোগ !

Admin1234@
July 15, 2025 5:05 pm
Link Copied!

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে ক্রয়কৃত জমিতে যেতে বাঁধা প্রদান ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। জানা যায় মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের হাজীপুর গ্রামের তৌফিক রহমান মামুন একই ইউনিয়নের দড়িহাসিল গ্রামেন মৃত নওশের আলীর ছেলে আশরাফুল ইসলাম লালমিয়ার নিকট হতে দুই শতাংশ জমি ক্রয় করে। জমি ক্রয় করার পর উক্ত জমিতে মাটি ভরাট করতে গেলে আশরাফুল ইসলাম লালমিয়া তাতে মাটি ফেলতে বাঁধা প্রধান করছে বলে জানান ভুক্তভোগী মামুন। তৌফিক রহমান মামুন জানান, প্রায় এক বছর আগে তিনি লাল মিয়ার নিকট হতে দুই শতাংশ জমি ক্রয় করেছেন। ক্রয়কৃত জমিতে বাড়ী করার জন্য মাটি ভরাট করতে গেলে লাল মিয়া বাঁধা প্রধান করে, এমনকি উক্ত জমিতে গেলে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেয় বলেও জানান। মামুন জানান, লাল মিয়া প্রতিবেশী হাকিমের নিকট হতে ১২ শতাংশ জমি ক্রয় করে। ক্রয়করার কয়েক বছর পর সেই জমি মামুনের নিকট দুই শতাংশ এবং রাশিদার নিকট দশ শতাংশ জমি বিক্রি করে দেয়। মামুন আরও জানান লাল মিয়ার মোট বার শতাংশ জমি আমাদের দুই জনের নিকট বিক্রি করে দেয়। রাশিদা দশ শতাংশ জমি ক্রয় করার পর বাকী দুই শতাংশ জমি সে ক্রয় করেন। এখানে লালমিয়ার আর কোন জমি না থাকার পরও সে আমার ক্রয়কৃত জমিতে মাটি ফেলে ভরাট করতে বাঁধা দিচ্ছে এবং ওই জমিতে যেতে বাঁধা নিষেধ করছে বলে জানান ভুক্তভোগী মামুন। এব্যাপারে মামুন প্রশাসের সুদৃষ্টি কামনা করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com