নিজস্ব প্রতিবেদনঃবোমাবাজি করে, কয়েকজনকে আহত করে যারা বিএনপিকে দমানোর চেষ্টা করছে তারা শেখ হাসিনার পথেই হাঁটছেন বলে মন্তব্য করেছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার রাতে রাজধানীর পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এসময় রিজভী আরও বলেন, ‘বহু বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা বিএনপিকে এত সহজে দমন করা যাবে না। যারা এসব বোমাবাজি করে বিএনপিকে দমন করতে চায় তারা কারা সেটা আন্দাজ করা যায়। তবে সুস্পষ্ট প্রমাণের অভাবে তাদের পরিচয় প্রকাশ্যে আনা যাচ্ছে না।’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘দলের কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
রিজভী আরও বলেন, ‘বিএনপি ঢাকার লোক নিয়ে ঢাকাতেই রাজনীতি করে। রংপুর-দিনাজপুর গিয়ে বেশি লোক জমা করে রাজনীতি করে না।
এসময় বিএনপি কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়।