📝 আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির সংসার ভাঙনের শেষ পরিণতি হিসেবে বুধবার (৬ আগস্ট) রাতে রিয়া মনি আনুষ্ঠানিকভাবে হিরো আলমকে তালাক দিয়েছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়া ও কথিত প্রেমিক ম্যাক্স অভির কক্সবাজারের একটি হোটেলে অবস্থান করা নিয়ে শুরু হওয়া বিতর্কের মধ্যেই এ সিদ্ধান্ত নেন তিনি।
রিয়া মনি জাগো নিউজকে বলেন, “আমি হিরো আলমকে ডিভোর্স দিয়েছি। কক্সবাজারে একটা কাজে গিয়েছিলাম, এখন ঢাকায় আছি। সংসার করার মতো মানসিক অবস্থায় নেই। সে আগের চেয়ে আরও বেশি সমস্যা তৈরি করছে।”
অন্যদিকে, হিরো আলম দাবি করেন, তিনি তালাকের বিষয়ে এখনো কিছু জানেন না। তিনি বলেন, “আগে রিয়া সব ভুলের জন্য ক্ষমা চেয়ে আমার সঙ্গে আবার সংসার করার ইচ্ছা প্রকাশ করেছিল। আমি বিশ্বাস করে বগুড়ায় বাড়ি ঠিক করতে চলে যাই। অথচ সে অভির সঙ্গে কক্সবাজারে চলে যায়।”
হিরো আলম আরও জানান, তিনি তাদের খুঁজতে কক্সবাজার গিয়েও কাউকে পাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি রিয়া ও অভির ছবি ও ভিডিও পোস্ট করে দাবি করেন, “রিয়া মনি আমাকে ডিভোর্স না দিয়ে অন্য একজনের সঙ্গে হোটেলে রাত কাটাচ্ছে। এটি অবৈধ পরকীয়া।”
তাদের সম্পর্কের টানাপোড়েন বহুদিন ধরেই চলছে। বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগে আগে থেকেই দাম্পত্য সম্পর্কে ফাটল ধরেছিল। হতাশায় আত্মহত্যার চেষ্টাও করেন হিরো আলম, তখন পাশে এসে দাঁড়ান রিয়া মনি। কিন্তু অবশেষে সেই সম্পর্ক আর টিকল না।
হিরো আলম বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে একটি সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন। সেখানে তিনি বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকে হিরো আলমকে সমর্থন জানাচ্ছেন, কেউবা রিয়ার সিদ্ধান্তের পক্ষে মত দিচ্ছেন।
এই ঘটনাকে ঘিরে নেট দুনিয়ায় তৈরি হয়েছে নতুন বিতর্কের ঝড়, যা হিরো আলম ও রিয়া মনিকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। তথ্যসূত্র
📰আরো পড়ুন:☞ স্ত্রীর হোটেল ভিডিও ফাঁস করে ফের আলোচনায় হিরো আলম, মুখ খুললেন রিয়া মনি