📰 টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বড়সড় আলোচনার জন্ম দিয়েছে অভিনেতা জীতু কমল এবং অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে ঘিরে সাম্প্রতিক স্ক্রিনশট বিতর্ক।
হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত আলাপচারিতার এক পর্যায়ে জীতুর প্রশ্ন — “দিতিপ্রিয়া প্রেগন্যান্ট কি না?” — ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান দিতিপ্রিয়া। পরে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দেন তিনি। এর জবাবে জীতুও নীরব থাকেননি, বরং তাদের কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ্যে নিয়ে আসেন।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয় ব্যাপক সমালোচনা ও আলোচনা। সোশ্যাল মিডিয়ায় দুজনের পোস্ট নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এমনকি প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতিতে তাদের অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ কি বন্ধ হয়ে যেতে পারে?
শোনা যায়, স্ক্রিনশট প্রকাশের পর থেকে ধারাবাহিকের সেটে শুটিংয়ে অনুপস্থিত ছিলেন জীতু কমল। প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে জরুরি আলোচনায় বসে। যদিও বুধবার বিকেলের কল টাইমে জীতুকে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু এ বিষয়ে তিনি বা প্রযোজনা কর্তৃপক্ষ কেউই প্রকাশ্যে মন্তব্য করেননি।
গুঞ্জন উঠেছিল, এই বিতর্কের পর ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। তবে জীতু নিজের অবস্থান পরিষ্কার করে একটি পোস্টে লেখেন, “ময়দান ছেড়ে ভীতু, অসৎ, মিথ্যেবাদীরা পালিয়ে যায়।” তিনি আরও বলেন, “আমি চুক্তিবদ্ধ অভিনেতা, ব্যক্তিগত সমস্যার জন্য কাজের ক্ষতি চাই না। কারণ এই প্রজেক্টে অনেক মানুষের রুটি-রুজির বিষয় জড়িত।”
অন্যদিকে, প্রযোজনা সংস্থা এবং চ্যানেল উভয় পক্ষই দিতিপ্রিয়া ও জীতুর সঙ্গে আলাদা করে বৈঠক করেছে বলে জানা গেছে। তবে এখনো এই সমস্যার সমাধান না হলে ধারাবাহিকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে ইন্ডাস্ট্রির ভেতরের সূত্রের দাবি।
পূজার আগে ধারাবাহিক বন্ধ হয়ে গেলে তা দর্শকদের জন্য বড় ধাক্কা হতে পারে। আপাতত সকলের নজর প্রযোজনা সংস্থার চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। তথ্যসূত্র
📰আরো পড়ুন:☞ হিরো আলমকে তালাক দিলেন রিয়া মনি, কক্সবাজারে অভির সঙ্গে থাকার অভিযোগে তোলপাড়