বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্তে হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামী সাবেক কমিশনার রাজীব ও সন্ত্রাসী যোসেফের সহযোগী যুবলীগ নেতা মোঃ শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীন (৪০)ও মোঃ গুড্ডু (৩৮)মোঃ শফিকুল ইসলাম (৪৮)মোঃ সেলিম (৩২)সহ ৪ জনকে গত ২৪ জুলাই ২০২৫ইং তারিখ রাজধানীর বিভিন্ন এলাকা হতে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব-২।
গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়,আসামী ১) মোঃ শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীনের এর বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে মোঃ গুড্ডু এর বিরুদ্ধে আদাবর থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে মোঃ শফিকুল ইসলাম এর বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে ও ৪) মোঃ সেলিম এর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা রয়েছে।
বর্ণিত মামলায় জড়িত আসামিদের গ্রেপ্তার গুরুত্ব বিবেচনায় নিয়ে র্যাব এ বিষয়ে আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর আভিযানিক দল গত ২৪ জুলাই ২০২৫ ইং তারিখ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন সাত মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীন (৪০)’কে গ্রেপ্তার করে।
এছাড়াও পৃথক অভিযান পরিচালনা করে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন কৃষি মার্কেট এলাকা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা ও মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকা হতে অপর ০৩ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় সাম্প্রতিক সময়ে সরকারকে অস্থিতিশীল করতে তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেআইনি বিভিন্ন কর্মকান্ডে অংশ নেয়।আসামিদেরকে গ্রেপ্তার পূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।