ঢাকাTuesday , 12 August 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শাস্তির মুখে ২০০ পরীক্ষক, ১৫ হাজার এসএসসি শিক্ষার্থীর ফলে ভয়াবহ ভুল! জীবনের মোড়ে ধাক্কা মেধাবীদের

Link Copied!

📝 এসএসসি ২০২৫ ফলাফলে অবিশ্বাস্য ভুল ধরা পড়েছে। হাজারো মেধাবী শিক্ষার্থী বঞ্চিত, শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা নিয়ে প্রশ্ন তুলছে সবাই।

ডেস্ক রিপোর্ট: এ বছর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকেই শিক্ষাঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা ও ক্ষোভ। কারণ, প্রায় ১৫ হাজার শিক্ষার্থীর ফলাফলে গণনার ভয়াবহ ভুল ধরা পড়েছে। শুধু তাই নয়, এই গাফিলতির দায়ে ২০০-রও বেশি পরীক্ষক শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন।

ঢাকা শিক্ষা বোর্ডের তথ্যমতে, ফল পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ অর্জন করেছে ২৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে অবাক করা বিষয় হলো—৩ জন শিক্ষার্থী কেবল উত্তীর্ণ অবস্থা থেকে সরাসরি জিপিএ-৫ পেয়েছেন। একইভাবে ফেল করা ২৯৩ জন শিক্ষার্থী পাস করেছে।

এই ঘটনাকে শিক্ষা গবেষকরা “শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থাহীনতার বড় প্রমাণ” হিসেবে দেখছেন।

অধ্যাপক মজিবুর রহমানের তীব্র সমালোচনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মজিবুর রহমান বলেন,

> “এটা কেবল নম্বর যোগের ভুল নয়; এর পেছনে আছে অবহেলা, অদক্ষতা এবং দায়িত্বহীনতা। একজন শিক্ষার্থী ৯টি বিষয়ে ভালো করেছে অথচ ১টিতে হঠাৎ ফেল—বোর্ডেরও উচিত ছিল এটি সন্দেহজনক মনে করে যাচাই করা।”

বর্তমান পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ার সীমাবদ্ধতা

বর্তমানে ফল পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় কেবল প্রাপ্ত নম্বরের যোগফল যাচাই করা হয়। খাতা পুনর্মূল্যায়ন বা উত্তর পুনঃপরীক্ষণ করা হয় না। এতে পরীক্ষকের প্রাথমিক ভুল থেকে শুরু করে অনিচ্ছাকৃত ভুল পর্যন্ত অটুট থেকে যায়, যার ক্ষতির বোঝা বহন করতে হয় শিক্ষার্থীকে।

শিক্ষাবোর্ডের কঠোর সিদ্ধান্ত

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বলেন,

> “যেসব পরীক্ষকের অবহেলা প্রমাণিত হয়েছে, তারা আর কোনো বোর্ডের পরীক্ষামূলক কাজে যুক্ত হতে পারবেন না। আমরা খাতা পুনর্মূল্যায়নের জন্য বোর্ডের আইন সংশোধনের প্রস্তাব দিয়েছি।”

শিক্ষা বিশেষজ্ঞদের প্রস্তাব

শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন,

তৃতীয় পরীক্ষক যুক্ত করা

খাতা পরীক্ষার স্বচ্ছতা বাড়ানো

মূল্যায়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার

এসব চালু করা জরুরি, যাতে একজন পরীক্ষকের ভুলে কোনো শিক্ষার্থীর জীবন ক্ষতিগ্রস্ত না হয়।

এই ঘটনায় অসংখ্য অভিভাবক ও শিক্ষার্থী সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে প্রশ্ন তুলছেন—“যাদের জীবন থেকে এভাবে সুযোগ কেড়ে নেওয়া হলো, তাদের ক্ষতির দায় নেবে কে?” তথ্যসূত্র

📰আরো পড়ুন:☞ ভারতে ৫ বাংলাদেশি গ্রেপ্তার—পুলিশ ও আ.লীগ কর্মী দাবি করে ধরা পড়ল ভিডিওতে!

🌏 আমাদের খবর পড়ুন : www.motherland24.com

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com