📝 ঢাকা, ৫ আগস্ট: রাজধানীর ব্যস্ততম এলাকা মানিক মিয়া এভিনিউতে আজ (মঙ্গলবার) বিকেলের দিকে জুলাই সনদ পাঠ অনুষ্ঠান চলাকালে একটি গ্যাস ভর্তি বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।
আহতদের তাৎক্ষণিকভাবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান নিশ্চিত করেছেন, বিকেলের দিকে বেলুন উড়ানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ১০ জন দগ্ধ হয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছেন। তবে সৌভাগ্যবশত তাদের কারো শরীরে গুরুতর দগ্ধের পরিমাণ ছিল না। প্রাথমিক চিকিৎসার পর সবাইকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
দগ্ধ ব্যক্তিদের মধ্যে রয়েছেন—মাজহারুল ইসলাম (২৭), বিল্লাল হোসেন (৪৫), ফাহাদ (২০), মো. মনসুর ইসলাম (৩৮), শরীফ হোসেন (৩২), পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মিশু (২৩) ও মিনহাজ (১৭)। প্রত্যেকেই মৃদু থেকে মাঝারি মাত্রায় দগ্ধ হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানস্থলে বেলুন বিক্রেতারা হাইড্রোজেন গ্যাস ব্যবহার করে বড় আকারে বেলুন বানাচ্ছিলেন। বেলুনের ঘনত্ব ও তাপের প্রভাবে হঠাৎ করে একটি বেলুনে আগুন ধরে যায় এবং সেটি বিস্ফোরিত হয়। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করেন।
এই ঘটনার পর অনুষ্ঠানস্থলে নিরাপত্তা জোরদার করা হয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ধরনের ঝুঁকিপূর্ণ বেলুন ব্যবহার বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন উপস্থিত জনতা।🚦
📰আরো পড়ুন👉◾রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস