ঢাকাSaturday , 12 July 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১

Admin1234@
July 12, 2025 8:46 pm
Link Copied!

মশিউর রহমান,স্টাফ রিপোর্টারঃ রাজধানীর বাড্ডা থানাধীন বেরাইদ, সাতারকুল, কাজী বাড়ি এবং নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার নাওড়া এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ মোজাম্মেল হোসেন (৩৩) ও তার সহযোগীরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসাসহ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল। এরূপ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল অস্ত্রধারী সন্ত্রাসী মোজাম্মেল এর কার্যক্রম এবং গতিবিধির উপর গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত শুরু করে।

বেশ কিছুদিন প্রযুক্তি গত বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ এবং মাঠ পর্যায়ে তথ্য পর্যালোচনা করে জানা যায় আটককৃত অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ মোজাম্মেল হোসেন এর বিরুদ্ধে রুপগঞ্জ থানায় অস্ত্র ও হত্যা মামলা রয়েছে এবং তার সহযোগীদের সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির প্রমাণ পাওয়া যায়। র‌্যাব-১ এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে সন্ত্রাসী মোঃ মোজাম্মেল হোসেন ও তার সহযোগীদের আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় ৯ জুলাই ২০২৫ইং তারিখ রাত অনুমান ২২.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, আটককৃত মোজাম্মেল ও তার কয়েকজন সহযোগী নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার নাওড়া এলাকা হতে রাজধানীর বাড্ডা থানাধীন বেরাইদ ব্রীজ হয়ে মটর সাইকেল যোগে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকার ভিতর দিয়ে মাদক কেনা বেচার উদ্দেশ্যে কাজী বাড়ী এলাকায় গমন করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক র‌্যাব-১ এর একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার বাড্ডা থানাধীন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকায় কাজী বাড়ী যাওয়ার রাস্তায় অবস্থান নেয়।

র‍্যাব-১ এর একটি আভিযানিক দল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকার ভিতরের রাস্তায় অবস্থানের একপর্যায়ে আটককৃত আসামী মোঃ মোজাম্মেল হোসেন (৩৩)এবং তার সহযোগী মোঃ ইব্রাহীম খলিল বাবু (২৮)ডিএমপি ঢাকা*’দ্বয় মোটরসাইকেলযোগে কাজী বাড়ী যাওয়ার সময় তাদের মোটর সাইকেলের গতিরোধ করে তল্লাশীকালে তাদের নিকট হতে ০২ রাউন্ড গুলিভর্তি ০২টি ম্যাগাজিন ও ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

আটককৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র দিয়ে জনগণকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজী ও মাদক ব্যবসা, অস্ত্র ভাড়া ও কেনাবেঁচার সাথে জড়িত থাকার কথা স্বীকারসহ বেশ কিছু তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের ভিত্তিতে তাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনার অভিযান অব্যাহত রয়েছে।

আমরা নিশ্চিত করে বলতে চাই রাজধানীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com