দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অভ্যন্তরীণ সংঘাত-হানাহানির কারণে বিএনপির পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন:
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান,
মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন,
বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী,
যুবদল নেতা সিরাজুল ইসলাম, এবং কামাল উদ্দিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “উক্ত নেতারা দলীয় শৃঙ্খলা চরমভাবে লঙ্ঘন করে দলে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। তাই তাদেরকে প্রাথমিক সদস্যপদসহ বিএনপির সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।”
এদিকে বহিষ্কারের আগে থেকেই দলের অভ্যন্তরে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছিল।
দলীয় সূত্রে জানা গেছে, শৃঙ্খলা রক্ষায় বিএনপি এখন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সিদ্ধান্ত অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন নেতৃবৃন্দ। ◾