ঢাকাThursday , 7 August 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকের নতুন নীতিমালায় বন্ধ হচ্ছে মনিটাইজেশন সুবিধা

Link Copied!

📝 বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কপি করা কনটেন্টের বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিয়েছে।

প্রতিষ্ঠানটির মূল কোম্পানি মেটা সম্প্রতি ঘোষণা দিয়েছে, অন্যের ভিডিও, মিম বা রিল কপি করে যারা নিয়মিত পোস্ট করেন, তারা ভবিষ্যতে আর ফেসবুক থেকে আয় করতে পারবেন না।

২০২৫ সালের ১৪ জুলাই প্রকাশিত মেটার এক অফিসিয়াল ব্লগপোস্টে জানানো হয়, প্ল্যাটফর্মজুড়ে ব্যবহারকারীরা বারবার একই ধরনের কনটেন্ট দেখে বিরক্ত হচ্ছেন। বিশেষ করে, কোনো একটি রিল বা মিম ভাইরাল হলেই তা হুবহু কপি করে অনেকে পোস্ট করতে শুরু করেন। এতে করে আসল ও মৌলিক কনটেন্ট নির্মাতারা পর্যাপ্ত গুরুত্ব এবং সুযোগ থেকে বঞ্চিত হন।

মেটার পক্ষ থেকে আরও বলা হয়, গত এপ্রিল মাস থেকেই তারা স্প্যাম কমেন্ট ও ফিশিং লিংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। ইতোমধ্যে এক কোটিরও বেশি ভুয়া অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। পাশাপাশি, একই কনটেন্ট বা মন্তব্য বারবার শেয়ার করায় পাঁচ লাখেরও বেশি অ্যাকাউন্টের রিচ কমিয়ে দেওয়া হয়েছে এবং কিছু ব্যবহারকারীর পোস্ট করার সুবিধাও সীমিত করা হয়েছে।

এই নতুন নীতিমালার আওতায় এখন থেকে শুধুমাত্র মৌলিক কনটেন্ট নির্মাতারাই পাবেন ফেসবুক মনিটাইজেশন সুবিধা। অর্থাৎ, যারা নিজের সৃজনশীলতা দিয়ে ভিডিও, রিল, মিম অথবা অন্যান্য কনটেন্ট তৈরি করেন, তারাই শুধুমাত্র আয় করার সুযোগ পাবেন। কপি কনটেন্ট পোস্ট করলে মনিটাইজেশন সুবিধা বন্ধ করে দেওয়া হবে।

মেটা জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কনটেন্ট নির্মাতাদের সৃজনশীলতা ও মৌলিকতাকে উৎসাহিত করা। ফলে প্ল্যাটফর্মটি আরও মানসম্মত, বৈচিত্র্যপূর্ণ ও ব্যবহারবান্ধব হয়ে উঠবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

বিশেষজ্ঞদের মতে, এই নীতিমালা ডিজিটাল কনটেন্ট জগতে বড় পরিবর্তন আনবে। এটি শুধুমাত্র ফেসবুকে নয়, অন্যান্য প্ল্যাটফর্মেও মৌলিক কনটেন্টের গুরুত্ব বাড়াবে।

📰আরো পড়ুন:☞ সুচরিতা ও তাঁর মেয়ে স্নেহা: দুই প্রজন্মের দুই আলোকিত পথচলা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com