চলচ্চিত্র অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিন আজ ১১ জুলাই। নব্বই দশকে চলচ্চিত্রে আবির্ভূত নায়িকাদের মধ্যে পূর্ণিমা অন্যতম। তিনি চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন।
১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র অভিষেক ঘটে। এরপর থেকে তিনি প্রায় ৮০টি মুক্তিপ্রাপ্ত সিনেমায় অভিনয় করেছেন।
পূর্ণিমা জানান, তার প্রথম ব্যবসা সফল সিনেমা ছিল ‘যোদ্ধা’। অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘সন্তান যখন শত্রু’, ‘প্রেমের নাম বেদনা’, ‘মনের মাঝে তুমি’, ‘শাস্তি’, ‘সুভা’, ‘হৃদয়ের কথা’ প্রভৃতি।
তিনি রেজানুর রহমানের নাটকে শহীদুজ্জামান সেলিমের বিপরীতেও অভিনয় করেছিলেন। নাটক ও সিনেমা উভয় মাধ্যমেই পূর্ণিমা দর্শকদের কাছে পরিচিত।
পূর্ণিমা ‘ওরা আমাকে ভালো হতে দিলোনা’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এছাড়া উপস্থাপক হিসেবেও কিছু সময় সক্রিয় ছিলেন তিনি।
পূর্ণিমা জানান, আজকের দিনটি তিনি পরিবারের সঙ্গে উদযাপন করবেন। তিনি অভিনয় জীবনে সহকর্মী, প্রযোজক-পরিচালক ও দর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।