📰 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। বুধবার (৩০ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ঘোষণা দেন।
উমামা ফাতেমা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং কবি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন ছাত্র রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
নিজের স্ট্যাটাসে উমামা লেখেন, “বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে থাকাকালীন বৈধ সিটের দাবিতে ‘বৈধ সিট আমার অধিকার’ নামক প্ল্যাটফর্ম গড়ে তুলি। বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সমস্যা সমাধানে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন, যা কেবল শিক্ষার্থীরাই আনতে পারে। এই পরিবর্তনের সবচেয়ে কার্যকর মাধ্যম হতে পারে একটি স্বচ্ছ, সংঘঠিত এবং লেজিটিমেট ছাত্র সংসদ।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা এমন নেতৃত্ব চায় যারা কোনো পক্ষ দ্বারা প্রভাবিত হবে না। যারা শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে আপসহীন থাকবে এবং বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব তৈরির একটি গুণগত শিক্ষাকেন্দ্রে পরিণত করতে কাজ করবে।”
ডাকসু নির্বাচনে একটি গবেষণাভিত্তিক ও দূরদর্শী চিন্তাধারার স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিয়ে উমামা বলেন, “আমরা এমন একটি স্বতন্ত্র প্যানেল করতে চাই, যা শিক্ষার্থীদের মৌলিক অধিকার, সুষ্ঠু শিক্ষা পরিবেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হারানো গৌরব পুনরুদ্ধারে কাজ করবে।”
শেষে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা যারা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত উন্নয়ন চান, নেতৃত্বের নামে দখলদারিত্ব চান না, তাদের আমাদের প্যানেলে স্বাগত জানাই।”◾