ঢাকাWednesday , 30 July 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

Link Copied!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চাঁদাবাজির মামলায় আব্দুল মান্নান লস্কর নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।

গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান লস্কর মতলব উত্তর পৌর বিএনপির সহ-সভাপতি এবং ছেঙ্গারচর বাজার বণিক সমিতির সভাপতি। তিনি উপজেলার চেঙ্গারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদুরভিটি গ্রামের বাসিন্দা এবং মৃত ফজর আলী লস্করের ছেলে।

মতলব উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির উদ্দিন আহমেদ খান জানান, মান্নান লস্কর উপজেলা ও জেলা বিএনপির সক্রিয় সদস্য। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে ছেঙ্গারচর বাজার বণিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযোগের ভিত্তিতে মান্নান লস্করকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গরু ব্যবসায়ী আহম্মদ উল্লাহ স্থানীয় থানায় চাঁদাবাজি ও দলবলসহ হত্যার হুমকির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তার দেখিয়ে মান্নান লস্করকে আদালতে পাঠানো হয়।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।◾

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com